দিনব্যাপী ড্রিংকো বৈশাখী উৎসব, সরাসরি দেখুন এনটিভিতে

বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে সমৃদ্ধভাবে উপস্থাপনের লক্ষ্যে ‘ড্রিংকো এনটিভি বৈশাখী উৎসব ১৪৩২’ শিরোনামে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। পহেলা বৈশাখের আনন্দকে দ্বিগুণ করতে দেশের খ্যাতনামা শিল্পী, সংগীতজ্ঞ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলবে এই উৎসব। বাংলা নববর্ষ ১৪৩২ এর এই পুরো আয়োজন এনটিভির রাজধানীর তেজগাঁও স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হবে এনটিভির পর্দায়।
এনটিভির অনুষ্ঠান বিভাগের প্রযোজনায় এবারের ‘ড্রিংকো এনটিভি বৈশাখী উৎসব ১৪৩২’ ভাগ করা হয়েছে তিন ভাগে। সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত পঞ্চকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ডি এল রায়, অতুল প্রসাদ সেন ও রজনীকান্তের গান ও কবিতা পাঠ দিয়ে সাজানো হয়েছে। থাকবে বৈশাখী উৎসব তথা বাঙ্গালির সংস্কৃতির ইতিহাস ও বৈচিত্র্য নিয়ে আলোচনা। ‘আলোকধারায় এসো’ শিরোনামে এই অংশে অনিরুদ্ধ সেনগুপ্ত, চম্পা বনিক, মামুন জাহিদ খান, শিমু দে, মাহিদুল ইসলাম ও পলি পারভিন সংগীত পরিবেশন করবেন।
সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৭০ এর দশক থেকে বর্তমান পর্যন্ত জনপ্রিয় আধুনিক বাংলা গান ও লোক গান নিয়ে সাজানো হয়েছে আয়োজনটি। ‘বাংলা প্রাণের সুর’ শিরোনামে এই আয়োজনে অংশ নেবেন ঝিলিক, লুইপা, নিশি শ্রাবণী, রিমি, রাজিব ও মুহিনের মতো শিল্পীরা।
দুপুর ২.৩০টা থেকে বিকাল ৬.৩০টা পর্যন্ত ব্যান্ড সঙ্গীত নিয়ে সাজানো হয়েছে হয়েছে উৎসবটি। ‘রুদ্র হাওয়া’ শিরোনামে এই আয়োজনে পারফর্ম করবেন ডিফারেন্ট টাচ ও মিলা এন্ড ফ্রেন্ডস।
এনটিভির অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, এনটিভি জন্মলগ্ন থেকেই বাংলা সংস্কৃতির লালন-পালন ও প্রচারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় এবার এনটিভি সারা দিনব্যাপী বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপনের উদ্যোগ নিয়েছে। বাংলা নববর্ষের এই বিশেষ মুহূর্তে দর্শকদের সঙ্গে একাত্ম হতে তারা সম্পূর্ণ প্রস্তুত। পহেলা বৈশাখের সকাল থেকেই শুরু হবে নানা আয়োজন, যা দর্শকদের ঘরে ঘরে নববর্ষের আমেজ পৌঁছে দেবে।
এনটিভি কর্তৃপক্ষ, নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সবাইকে দিনব্যাপী এই বৈশাখী উৎসব দেখার আমন্ত্রণ জানিয়েছে।