অক্টোবরে সাধারণ সভা, বিসিসিআইয়ের শীর্ষ পদে কে থাকছেন?
বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। সচিব জয় শাহ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মুম্বাইতে হবে এবারের সাধারণ সভা।
ক্রিকবাজের খবরে জানা গেছে, বিসিসিআইয়ের সাধারণ সভায় গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে থাকছে নারী আইপিএল।
এদিকে বিসিসিআইয়ের সভাপতি ও সচিব কে হবেন তা এখনও নিশ্চিত না হলেও বর্তমান কমিটি আবার নির্বাচিত হচ্ছে আশা করা হচ্ছে।
পাশাপাশি বিসিসিআই সিদ্ধান্ত নিতে পারে আইসিসির চেয়ারম্যান পদে প্রার্থী হবে কি না।
এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের আবেদনে সড়া দিয়ে সম্প্রতি কুলিং অফ নিয়ে নতুন রায় ঘোষণা করেছে দেশটির সুপ্রিম কোর্ট। কোনো ব্যক্তি ৬ বছর বা দুই মেয়াদ রাজ্য সংস্থায় থাকার পর ছয় বছর বিসিসিআইয়ের পদে থাকতে পারবেন। তাই সৌরভ গাঙ্গুলী ও জয় শাহের বিসিসিআইয়ের পদে থাকতে আর কোনো বাধা নেই।
সুপ্রিম কোর্টের এই রায়ের পর সৌরভ ও জয় আরও তিন বছর বিসিসিআইতে থাকতে পারবেন। তবে দুজনকেই একসঙ্গে কুলিং অফে যেতে হবে।
২০১৯ সালের অক্টোবরে বিসিসিআইয়ের নেতৃত্বে আসেন সৌরভ ও জয়। পরবর্তী সভাপতি কে হতে যাচ্ছেন তা নিয়ে এখন ব্যাপক আলোচনা হচ্ছে।