অ্যাশেজ
লর্ডসে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার লিড
ইংল্যান্ড ক্রিকেট দলের অবস্থাটা হয়েছে এমন, ভাঙব কিন্তু মচকাব না। বাজবল ক্রিকেটে সাফল্য আসছিল গত এক বছর ধরে। তবে, অ্যাশেজে এসে ওভালে অস্ট্রেলিয়ার কাছে প্রথম ম্যাচেই ব্যর্থ হয় বাজবল কৌশল। তবু, সেই কৌশলেই অনড় তারা। লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অসিদের করা ৪১৬ রানের জবাবে তৃতীয় দিনে আজ শুক্রবার (৩০ জুন) ৩২৫ রানে অলআউট হয় ইংলিশরা।
স্বভাবজাত আক্রমণাত্মক ঢংয়ে ব্যাট করে ইংল্যান্ড। ওপেনার জ্যাক ক্রলি ৪৮ বলে ৪৮ রান করে আউট হন। আরেক ওপেনার বেন ডাকেট সেঞ্চুরি থেকে দুই রান দূরে থাকতে ৯৮ রান করে সাজঘরে ফেরেন। এছাড়া, অর্ধশতক তুলে নেন হ্যারি ব্রুক। ৫০ রান করে আউট হন তিনি।
অসিদের পক্ষে তিন উইকেট পান মিচেল স্টার্ক। দুই উইকেট পান জস হ্যাজেলউড। শেষ পর্যন্ত ইংলিশরা ৩২৫ রানে থেমে যায়। অস্ট্রেলিয়া পায় ৯১ রানের লিড
এর আগে গতকাল বৃহস্পতিবার (২৯ জুন) টেস্টের দ্বিতীয় দিনে অসিদের দ্রুতই অলআউট করে ইংল্যান্ড। অসিদের পক্ষে সর্বোচ্চ ১১০ রান করেন স্টিভেন স্মিথ। যা ছিল তার ক্যারিয়ারে ৩২তম সেঞ্চুরি। দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ রান করেন ট্রাভিস হেড। শেষ পর্যন্ত ৪১৬ রানে থামে অসিদের প্রথম ইনিংস।
ইংল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট পান অলি রবিনসন ও জস টাং।