জয়ের আনন্দে সিলেটে সাকিব-শরিফুলদের নির্ভার দিন
সবুজেঘেরা ভেন্যুতে প্রথম টি-টোয়েন্টি নিজেদের আলোয় রাঙিয়েছে বাংলাদেশ। তাই তো ম্যাচের পরদিন নেই কোনো বাড়তি চাপ। নেই অনুশীলন করার তাড়া। ক্রিকেটাররা দিনটা কাটালেন নিজেদের মতো করেই। কেউ পরিবার নিয়ে ছুটলেন ঘুরতে, কেউ বিশ্রাম নিয়ে কিংবা ব্যক্তিগত কাজে। বলা চলে, সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামার আগে সিলেটে বেশ ফুরফুরে মেজাজে বাংলাদেশ ক্রিকেট দল।
আজ শনিবার (১৫ জুলাই) দুপুর নাগাদ পরিবার নিয়ে ঘুরতে বের হন প্রথম ম্যাচের জয়ের নায়ক শরিফুল ইসলাম। বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন রাতারগুলে ঘুরতে যান তরুণ এই পেসার। কালো গাড়ি করে সেখানে গিয়ে নামতেই ভক্তরা ঘিরে ধরেন শরিফুলকে। সবার ছবি তোলার আবদার হাসিমুখে মেটান বাঁহাতি এ পেসার। এরপর এনটিভি অনলাইনকে জানান, অনুশীলন যেহেতু নেই তাই পরিবার নিয়ে বের হওয়া। বেশ কিছুক্ষণ কাটিয়ে মানসিকভাবে ফ্রেশ হওয়ার জন্য আসা।
কিছুক্ষণ বাদে দেখা মিলল আরেক ক্রিকেটার নাসুম আহমেদের। স্ত্রী ও শ্যালিকাদের নিয়ে বাঁহাতি এই স্পিনারও যান রাতারগুল ঘুরতে। দেখা হতেই সিলেটের এই স্পিনার বলেন, 'ব্রেক ছিল, হঠাৎ করে ঘুরতে আসার সিদ্ধান্ত। তাই ওদের নিয়ে চলে এলাম।'
ঘোরাফেরা ও বাইরে খাওয়া-দাওয়া শেষে বিকেল ৩টার দিকে টিম হোটেলে ফেরেন শরিফুল-নাসুমরা।
বিকেলেই দেখা মেলে অধিনায়ক সাকিব আল হাসানের। সাদা টি-শার্ট আর কালো ট্রাউজার পরে পানির বোতলে চুমুক দিতে দিতেই ধরা দেন গণমাধ্যমের সামনে। চোখজোড়ায় স্বস্তি আর মুখে হাসি লেগে থাকা সাকিবকে ব্যস্ততা নিয়ে জানতে প্রশ্ন ছোঁড়া হলে জবাব দেন দুষ্টুমির ছলে। অধিনায়ক বলে ওঠেন, 'আমি তো সব সময়ই ফ্রি।'
ছোট্ট এই বাক্যটি বলা মাত্র আর অপেক্ষা করলেন না। গাড়ি করে ছুটলেন ব্যক্তিগত কাজে। বুঝিয়ে দিলেন নিজের ব্যস্ততা। বাকিদের কেউ তেমন ধরা পড়েননি ক্যামেরার সামনে। তবে ছুটির দিনটি যে বেশ নির্বিঘ্নে কেটেছে সেটা নিয়ে সন্দেহ নেই।
নির্ভার থেকেই আগামীকাল রোববার (১৬ জুলাই) বাংলাদেশ দল মাঠে নামবে সিরিজ জয়ের মিশনে। দুই ম্যাচের সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। এবার দ্বিতীয়টি জিতলেই সিরিজ নিজেদের করে নেবে বাংলাদেশ। ঘরের মাঠে আফগানদের স্পিন আক্রমণের বিপক্ষে নিজেদের লক্ষ্যে সাকিবরা সফল হতে পারে কিনা সেটাই দেখার অপেক্ষা।