এমবাপ্পের বিদায় স্মরণীয় করে রাখল পিএসজি
ফ্রেঞ্চ কাপের ফাইনালে সবার চোখ ছিল কিলিয়ান এমবাপ্পের ওপর। অলিম্পিক লিওর বিপক্ষে তিনি কেমন করেন, সেটি নয়। শেষবারের মতো ফরাসি ক্লাব পিএসজির জার্সিতে মাঠে নামছেন এমবাপ্পে, সেখানে জয়-পরাজয়ের হিসেব গৌণ হয়ে ওঠে। এমবাপ্পেকে অবশ্য বিদায়ী উপহার দিয়েছেন তার সতীর্থরা। লিওকে ২-১ গোলে হারিয়ে ফ্রেঞ্চ কাপের শিরোপা ঘরে তুলেছে পিএসজি। স্মরণীয় করে রাখে এমবাপ্পের বিদায়।
এমবাপ্পে আগেই ঘোষণা দিয়েছিলেন, চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়বেন। তাই, গত কয়েক মৌসুম ধরে চলা নাটকের অবসান ঘটল। প্রতিবার মৌসুম শেষে বিশ্বকাপজয়ী তারকার ক্লাব ছাড়ার জোর গুঞ্জন উঠত। কিন্তু, নতুন মৌসুম শুরু হতেই পিএসজির জার্সিতেই দেখা যেত তাকে। এবার, এমবাপ্পে নিজে থেকে ঘোষণা দেওয়াতে কেটেছে সব ধোয়াশা।
সম্প্রতি এমবাপ্পে ও পিএসজির সম্পর্কটাও ভালো যাচ্ছিল না। বিশেষত, ক্লাব সভাপতি নাসের আল খেলাইফির সঙ্গে। এতটাই যে, নিজের বিদায়ী বার্তা দেওয়া ভিডিওতে অনেককে ধন্যবাদ দিলেও খেলাইফির নাম নেননি এমবাপ্পে। যা নিয়ে বেশ ক্ষুব্ধ ছিলেন খেলাইফি। এমনকি ফরাসি এই তারকাকে গত সপ্তাহে লিগের সর্বশেষ ম্যাচে দলেই রাখা হয়নি।
তর্কাতীতভাবে পিএসজির সর্বকালের অন্যতম সেরা ফুটবলার এমবাপ্পে। এতটাই যে, লিওনেল মেসি ও নেইমার থাকার পরও তিনি ছিলেন দলের মূল তারকা। তবে পরবর্তী গন্তব্য কোথায়, তা পরিষ্কার করেননি এমবাপ্পে। যদিও অনেকটাই নিশ্চিত, আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে যাবেন এমবাপ্পে। তার চলে যাওয়া মানে বিশাল শূন্যস্থান তৈরি হওয়া। গত সাত মৌসুম ধরে পিএসজির মূল তারকা তো তিনিই।