সেই ছবি পোস্ট করে এমবাপ্পের স্মৃতিচারণ, কমেন্টে হাজির রোনালদো
গত কয়েক মৌসুমে দলবদলের বাজারে সবচেয়ে বড় আলোচনা হতো, ‘মাদ্রিদে আসছেন এমবাপ্পে’—এই কটি শব্দ নিয়ে। সেই আসা, আশা হয়ে ধরা দেয়নি। অবশেষে কোটি মাদ্রিদ ভক্ত আর এমবাপ্পের চাওয়া পূরণ হলো। বহু নাটকীয়তার পর পূর্ণতা পেল ফুটবল দেবতার লেখা চিত্রনাট্য। এমবাপ্পে ইজ হোয়াইট নাউ!
ক্রিস্টিয়ানো রোনালদোর কত বড় ‘ফ্যানবয়’ কিলিয়ান এমবাপ্পে, সেটি সবারই জানা। এমবাপ্পে তখনও শৈশব পার করেননি। প্রায় এক যুগ আগে রিয়াল মাদ্রিদে একাডেমিতে এসেছিলেন এমবাপ্পে। সিআরসেভেন তখন মাঠ দাপিয়ে বেড়ান। লিওনেল মেসির সঙ্গে তুঙ্গে সেরার বিতর্ক।
এমবাপ্পে এলেন। মাদ্রিদের একাডেমি ঘুরে দেখলেন। সেসব ছবিতে হাস্যোজ্জ্বল কিশোরের মুখের হাসি চওড়া হয়ে গেল একজনকে দেখে। এগিয়ে এলেন রোনালদো, ছবি তুললেন এমবাপ্পের সঙ্গে। মাথায় হাত দিয়ে আশীর্বাদ জানালেন যেন—তুমিও একদিন সান্তিয়াগো বার্নাব্যুর সবুজ ঘাসে সাদা জামায় দাপিয়ে বেড়াবে!
তারপর সময় পেরিয়েছে। ক্লাব ফুটবলে সর্বজয়ী হয়ে রোনালদো ঘুরলেন আরও অনেক ক্লাব। এমবাপ্পে মোনাকো হয়ে যোগ দিলেন পিএসজিতে। এবার প্রেমের প্যারিস ছেড়ে ম্যাটাডোর মাদ্রিদে এলেন তিনি। ইন্সটাগ্রামে গতকাল সোমবার (৩ জুন) নিজের অনুভূতি জানান এমবাপ্পে। সেই পোস্টের নিচে রোনালদো মন্তব্য করেন, ‘এবার আমার পালা। মাদ্রিদে তোমার খেল দেখতে মুখিয়ে আছি।’
রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০১৮ সালে সম্পর্ক ছিন্ন হয় পর্তুগিজ সুপারস্টারের। সেই থেকে মাদ্রিদকে নিয়ে পোস্ট দিতে দেখা যায়নি রোনালদোকে। কালেভদ্রে হয়তো দিয়েছিলেন। যা ছেড়ে গেছেন তিক্ততায়, যা ফেলেছেন পেছনে তা নিয়ে আলাপ করেননি। এমবাপ্পের আসার খবরে নিরবতা ভাঙলেন। বিশেষ মুহূর্ত বলে কথা।
যেখানে রোনালদো থাকাকালীন দেয়ালে তার ছবি সাজিয়ে তার সামনে বসে স্বপ্ন দেখত এমবাপ্পে, সেই মাদ্রিদেই এখন তার ঠিকানা। ইউরোর মতো বড় মঞ্চে রোনালদোর মুখোমুখি হওয়ার আগের রাতে ঘুমাতেই পারেননি এমবাপ্পে, ম্যাচ শেষে মুগ্ধ নয়নে চেয়ে ছিলেন সিআরসেভেনের দিকে,তার গুছিয়ে আসা বাগানে ফুল ফোটাতে তৈরি ফরাসি ফ্যানবয়।