মার্টিনেজের শাস্তি চেয়ে ফিফার কাছে দাবি ক্রীড়া সাংবাদিকদের
প্রায় হারতে ভুলে গিয়েছিল আর্জেন্টিনা ফুটবল দল। একের পর এক সাফল্য ধরা দিতে থাকা দলটি লম্বা সময় পর হার মানে কলম্বিয়ার কাছে। বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলের ম্যাচে গত ১০ সেপ্টেম্বর কলম্বিয়ার কাছে ২-১ গোলে হারে আর্জেন্টিনা। যা মেনে নিতে পারেননি আর্জেন্টাইন তারকা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
ম্যাচের পর মেজাজ হারিয়ে ক্যামেরায় আঘাত করে বসেন মার্টিনেজ। যে ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ম্যাচ হারের পর ফুটবলারদের সঙ্গে সৌজন্যমূলকভাবে হাত মিলিয়ে ড্রেসিংরুমে ফিরছিলেন মার্টিনেজ। তখন সামনে ক্যামেরা দেখেই মেজাজ হারিয়ে তাতে আঘাত করে বসেন তিনি। সেই সময় লাইভে থাকায় এই দৃশ্য সবার নজরে আসে।
এবার এই ঘটনায় মার্টিনেজের শাস্তি দাবি করেছে কলম্বিয়া ক্রীড়া সাংবাদিক অ্যাসোসিয়েশন। ফিফার কাছে ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা। বিইন স্পোর্টসের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।
কলম্বিয়া ক্রীড়া সাংবাদিক অ্যাসোসিয়েশন তাদের বিবৃতিতে বলে, ‘ম্যাচের পর ক্যামেরায় আঘাত করা এবং তাতে ক্যামেরাম্যানের পড়ে যাওয়া প্রবল আক্রমণ। এতে সাংবাদিকের স্বাধীনতায় বাধা দেওয়া হয়েছে। আমরা ফিফার কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। প্রয়োজনে তাকে নিষেধাজ্ঞা দেওয়া হোক, যাতে বাকিরা সতর্ক হয়। একই সঙ্গে আমরা কনমেবল ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের দৃষ্টি আকর্ষণ করছি।’