রোনালদোকে ছাড়াই এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে যাচ্ছে আল-নাসের
ছন্দে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলের জার্সিতে গড়েছেন রেকর্ড। পেশাদার ক্যারিয়ারে ৯০০ গোল করা রোনালদোকে সম্মান জানিয়েছে তার ক্লাব আল-নাসের। তবে, দলের অধিনায়ককে ছাড়াই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে যেতে হচ্ছে ক্লাবটিকে।
ভাইরাসজনিত ইনফেকশনের কারণে আজ রোববার (১৫ সেপ্টেম্বর) হাসপাতালে গিয়েছেন রোনালদো। বেশকিছু টেস্ট করার পর ইনফেকশন ধরা পড়ায় তাকে বিশ্রামে রাখা হয়েছে। তাকে ছাড়াই ইরাকের উদ্দেশে রওনা দিয়েছে আল-নাসের। খবর এএফপির।
ইরাকের ক্লাব আল-শর্তার বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে বাগদাদে রওনা হয়েছে আল-নাসের। বাগদাদ শহরের আল-মদিনা আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল রাত ১০টায় মাঠে নামবে ক্লাব দুটি।
সিআরসেভেনের না থাকা প্রসঙ্গে আল-নাসেরের পক্ষ থেকে বলা হয়, রোনালদোর শারীরিক অবস্থা কিছুটা খারাপ। তার শরীরে ভাইরাসজনিত ইনফেকশন ধরা পড়েছে। দলের চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকতে বলেছেন। তিনি বাসায় আছেন। তাকে ছাড়াই আমাদের ভ্রমণ করতে হচ্ছে। আমরা অধিনায়কের দ্রুত সুস্থতা কামনা করছি।
এর আগে আন্তর্জাতিক বিরতি শেষে আল-আহলির বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামেন পর্তুগিজ সুপারস্টার। খেলা শুরুর আগে আল-নাসের কর্তৃপক্ষ ‘গোট ৯০০’ লেখা জার্সি দিয়ে সম্মান জানায় রোনালদোকে।