এক মাসের জন্য মাঠের বাইরে বার্সা তারকা ওলমো
বার্সেলোনা ও স্পেনের তারকা মিডফিল্ডার দানি ওলমো চোটে পড়েছেন। হ্যামস্ট্রিং চোটের কারণে প্রায় এক মাস মাঠের বাইরে থাকতে হবে এই ফুটবলারকে। নিজেদের প্রকাশিত প্রতিবেদনে আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) এমন খবর দিয়েছে এএফপি।
২৬ বছর বয়সী এই প্লেমেকার গতকাল লা লিগায় জিরোনার বিপক্ষে ম্যাচে চোট পান। ম্যাচটিতে ৪-১ গোলে জয় পায় বার্সেলোনা। কাতালান ক্লাবটির পক্ষে একটি গোলও করেছিলেন ওলমো। তবে, আঘাত পাওয়ায় মাঠ ছাড়তে হয় তাকে।
ওলমোর ক্লাব বার্সেলোনার পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, প্রায় চার থেকে পাঁচ সপ্তাহ লাগবে তার সেরে উঠতে। এই সময়টাতে তাকে মাঠের খেলায় পাওয়া যাবে না।
এই সময়ে ওলমো মিস করবেন বার্সার চ্যাম্পিয়ন্স লিগের দুটি ম্যাচ। লা লিগার ম্যাচগুলোতেও তাকে ছাড়াই নামতে হবে কাতালানদের। শুধু বার্সা নয়, এ সময়ে স্পেনের জার্সিতে উয়েফা নেশন্স লিগের দুটি ম্যাচও মিস করবেন ওলমো। এই তারকাকে ছাড়াই অক্টোবরের শুরুর দিকে নেশন্স লিগে স্পেন মোকাবিলা করবে ডেনমার্ক ও সার্বিয়াকে।