বাংলাদেশ জিততে পারে, বিশ্বাস স্পিন কোচের
হতাশা কাটিয়ে ঢাকা টেস্টে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। শঙ্কার কালো মেঘ কাটিয়ে টেস্টের তৃতীয় দিন শেষে আজ বুধবার (২৩ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ লিড নিয়েছে ৮১ রানের। অথচ, দিনের শুরুতে চোখ রাঙাচ্ছিল ইনিংস হার। সেই পরিস্থিতি থেকে বাংলাদেশের সামনে এখন তৈরি হয়েছে ম্যাচে ফল বের করার সম্ভাবনাও।
বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ বিশ্বাস করেন, যেকোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব। সংবাদ সম্মেলনে এসে দলের সম্ভাবনার কথা জানান তিনি। পাশাপাশি সব পরিস্থিতিতে দলের ওপর বিশ্বাস রাখার কথা জানান মুশতাক।
মুশতাক বলেন, ‘আপনাকে বিশ্বাস রাখতে হবে। আমাদের ক্রিকেটাররা বিশ্বাস করে, যেকোনো পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে পারব। আমরা জিততে পারব। এটি ইতিবাচক দিক। পাকিস্তান সিরিজ থেকেই ক্রিকেটারদের আত্মবিশ্বাস তৈরি হয়েছে। টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এটাই, যখন আপনি লড়াই করবেন এবং ঘুরে দাঁড়াবেন।’
বাংলাদেশ দলে মিডল অর্ডার ব্যাটারদের থাকে বিরাট দায়িত্ব। টপঅর্ডারের ব্যর্থতার দায় বর্তায় তাদের ওপর। হাল ধরতে হয় ম্যাচের। আজও যেমন জাকের আলী অনিককে নিয়ে হাল ধরলেন মেহেদী হাসান মিরাজ। মিরাজ-জাকের জুটিতে আসে ১৩৮ রান। জাকের করেন ৫৮ রান। মিরাজ অপরাজিত আছেন ৮৭ রানে। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে কাল লড়াই শুরু করবেন তিনি।
এই প্রসঙ্গে মুশতাক বলেন, ‘টেলএন্ডাররা ভালো করলে প্রতিপক্ষ চাপে পড়ে। কৌশলগতভাবে এটি খুবই দরকারি। আমাদের ব্যাটাররা এটি করতে পেরেছে। টেলএন্ডাররা যদি দাঁড়িয়ে যেতে পারে, যেকোনো কিছু হওয়া সম্ভব।’