আমি ইতোমধ্যেই ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা : রোনালদো
চলতি শতাব্দীর প্রথম ফুটবলার হিসেবে ৯০০ ক্যারিয়ার গোলের মাইলফলক স্পর্শ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত সেপ্টেম্বরে এই অর্জনের পর তিনি জানান, এখানেই থামতে চান না। ক্যারিয়ারে এক হাজার গোল করতে চান। পর্তুগিজ তারকা যথেষ্ট ছন্দে আছেন। এগিয়ে চলছেন লক্ষ্যের দিকে। তবে, হঠাৎ যেন থমকে গেলেন সিআরসেভেন। লক্ষ্যে অবিচল থাকলেও তার মতে, এতটা পথ পাড়ি দেওয়া কঠিন।
পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) পক্ষ থেকে রোনালদোকে দেওয়া হয়েছে দেশটির ফুটবলের সর্বোচ্চ সম্মাননা–‘কুইনাস দে প্লাটিনা ট্রফি।’ ইএসপিএনের প্রতিবেদন অনুসারে, সেই অনুষ্ঠানে রোনালদো জানান বাস্তবতার কথা। তার মতে, প্রকাশ্যে হাজার গোল করার কথা বললেও সেটি এখনও অনেক দূরে। তা করতে না পারলেও, ইতোমধ্যে তিনিই যে সর্বোচ্চ গোলদাতা, মনে করিয়ে দিলেন সেটি।
অনুষ্ঠানে পর্তুগাল অধিনায়ক বলেন, ‘জীবনের এই পর্যায়ে এসে আমি বর্তমানে বাঁচতে চাই। আমি আর দীর্ঘমেয়াদী চিন্তা করতে চাই না। প্রকাশ্যেই বলেছিলাম যে হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে চাই। গত মাসেই ৯০০ গোল পার করেছি, এখনও মনে হচ্ছে সবকিছু সহজ। তবে জীবনের এই পর্যায়ে এসে দেখার বিষয়, আগামী কয়েক বছর আমার পা কীভাবে সাড়া দেয়। যদি হাজার গোল করতে পারি ভালো। যদি না পারি, তবু আমি ইতোমধ্যেই ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা।’
পেশাদার ফুটবলে এখন পর্যন্ত ৯০৮ গোল করেছেন রোনালদো। এক হাজারের মাইলফলক ছুঁতে তার এখনও প্রয়োজন ৯২টি গোল। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২১৬ ম্যাচ খেলে ১৩৩ গোল করেছেন, আন্তর্জাতিক ফুটবলে যা সর্বোচ্চ ব্যক্তিগত গোলের রেকর্ড। এদিকে, আগামী ফেব্রুয়ারিতে ৪০ বছরে পা দেবেন তিনি। অনন্য এই মাইলফলক ছুঁতে যতটা সময় প্রয়োজন, সে পর্যন্ত শরীর ঠিকঠাক থাকে কি না, সেটি নিয়েই রোনালদোর চিন্তা।