চ্যাম্পিয়নস ট্রফিতে যে কারণে নেই লিটন
লম্বা সময় ধরে রানে নেই লিটন দাস। গত বিশ্বকাপের পর ১৩ ইনিংসে একবারও পাননি ফিফটির দেখা। সাত ইনিংসে তো ১০ এর ঘরই পার হতে পারেননি। এই পারফর্মহীনতার জন্য এবার দুঃসংবাদ শুনতে হলো লিটন দাসকে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ হয়নি লিটনের। মূলত রান খরার জন্যই আইসিসির এই মেগা টুর্নামেন্ট থেকে বাদ পড়তে হলো ডানহাতি এই ব্যাটারকে।
আজ রোববার (১২ জানুয়ারি) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। সেখানে তার ঘোষিত দলে লিটন ছিলেন না। তার বদলে টপ অর্ডারে পারভেজ হোসেন ইমনকে বেছে নিয়েছেন নির্বাচকরা।
দল ঘোষণার পর লিটনের বাদ পড়ার কারণ জানিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘দেখুন লিটন আউট অফ ফর্ম। প্রথমত তিনি দীর্ঘদিন ধরে এই ফরম্যাটে রানের তীব্র খরায় ভুগছে। আউটে প্যার্টানগুলো অনেকটা একইরকম। সাদা বলের ক্রিকেটে পাওয়ার প্লেতে যে ধরনের সুবিধা নেওয়া কথা, সেখানে আপনি দেখবেন ওয়েস্ট ইন্ডিজে তিনশর বেশি রান হয়েছে; সেসব ম্যাচে ক্রিজে নিজেকে সেট করতে পারছেন না। অতিরিক্ত চাপ নিচ্ছে। এরপরও আমরা অনেকগুলো ম্যাচে তাকে সুযোগ দিয়েছি। এসব কারণেই তাকে রাখা হয়নি।’
লিটনকে বাদ দিলেও তার ওপর বিশ্বাস হারাচ্ছেন না নির্বাচকরা। গাজী আশরাফ বলেন, 'দেখুন সে বাদ পড়া মানেই একেবারে ক্রিকেট থেকে আউট না। সাময়িকভাবে হয়ত রানে নেই কিন্তু তার মেধা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই।আমরা তার ওপর আস্থা হারাচ্ছি না। অনেক সময় এই ধরনের সময়গুলোতে ক্রিকেটারদের সময় দেওয়া উচিত। আমরাও সেটা করেছি।
ওয়ানডেতের পাশাপাশি অন্য ফরম্যাটের ক্রিকেটেও রানে নেই লিটন। চলতি বিপিএলের শুরু থেকেও রানে ছিলেন না। শুধুমাত্র একটি ম্যাচ খেলেছেন ৭৩ রানের। যা গত ২৩ ইনিংসের পর ফিফটি ছাড়ানো ইনিংস। এ ছাড়া মাঠে তার পারফর্ম ও আউটের ধরন সবই ছিল দৃষ্টিকটু। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনের ওপর আস্থা রাখতে পারেননি নির্বাচকরা।