মুশফিকের বিদায়ে স্মৃতিকাতর মাশরাফী
জাতীয় দলে লম্বা সময় একসঙ্গে খেলেছেন দুজন। বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপাণ্ডবের দুই সদস্য—মাশরাফী বিন মোর্ত্তজা ও মুশফিকুর রহিম। দুজনই নেতৃত্ব দিয়েছে দলকে। মাশরাফী ওয়ানডে ক্রিকেট ছেড়েছেন ২০১৯ সালের বিশ্বকাপের পর। মুশফিকুর রহিম ছাড়লেন বুধবার (৫ মার্চ), চ্যাম্পিয়নস ট্রফি শেষে।
মুশফিকের অবসরে স্মৃতিকাতর হয়ে পড়েন মাশরাফী। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে পুরোনো স্মৃতির কথা মনে করিয়ে দেন মাশরাফী। তুলে ধরেন, এত বছরের একসঙ্গে পথচলা, মাঠের ভেতরে-বাইরে কতশত স্মৃতি!
মুশফিকের সঙ্গে ছবি দিয়ে মাশরাফী লেখেন, তোমার বিদায়ের ঘোষণায় এক লহমায় অনেক কিছু ভেসে উঠল চোখে। এত বছরের একসঙ্গে পথচলা, মাঠের ভেতরে-বাইরে কতশত স্মৃতি! ওয়ানডেতে তোমার রেকর্ডই তোমার হয়ে সাক্ষ্য দেবে অনেক কিছুর। তোমার ব্যাটের দ্যুতিতে কত আলোর দিন এসেছে দেশের ক্রিকেটে! তবে রেকর্ড বইয়ে লেখা থাকবে না, কতটা নিবেদন আর নিষ্ঠায় তুমি ক্যারিয়ার গড়েছিলে। কতটা ঘামের স্রোত পেরিয়ে সাফল্যের তীর ছুঁয়েছিলে। তোমার পরিশ্রম, প্রতিজ্ঞা আর ত্যাগের গল্প বাংলাদেশের ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্মে অনুকরণীয় হয়ে থাকবে। আশা করি, সাদা পোশাকের বাকি অধ্যায়টুকু রঙিন করে তুলবে। তোমার ব্যাটে অভিজাত সংস্করণে দেশের ক্রিকেট সমৃদ্ধ হবে আরও।’
আরও পড়ুন : শতভাগের চেয়ে বেশি দিয়ে খেলেছি, বিদায়ী বার্তায় মুশফিক
২০০৬ সালের ৬ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে অভিষিক্ত হন মুশফিক। ১৯ বছরের টগবগে যুবক পরের প্রায় দুই দশকে হয়ে ওঠেন বাংলাদেশ জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ। লাল-সবুজের জার্সিতে মুশফিক তৈরি করেন ভরসার জায়গা। মি. ডিপেন্ডেবল মুশফিক সাম্প্রতিক দিনগুলোতে ভরসার জায়গাটা ঠিক রাখতে পারছিলেন না। অবশেষে, জানালেন অবসরের বার্তা। ২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি তাই হয়ে রইল ওয়ানডেতে মুশফিকের শেষ ম্যাচ।

স্পোর্টস ডেস্ক