ভক্তদের উদ্দেশে যে বার্তা দিলেন হামজা

এত বেশি ভালোবাসায় সিক্ত হবেন, বাংলাদেশে আসার আগে কল্পনা করতে পেরেছিলেন হামজা চৌধুরী? না পারলেও ক্ষতি নেই। এটি এখন স্পষ্ট। এ দেশের মানুষ তাকে আপন করে নিয়েছে অল্প সময়ে। তিনিও এমনভাবে সবাইকে নিজের করে নিয়েছেন, যেন বহুদিনের চেনা।
বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক হয়েছে ২৫ মার্চ, ভারতের বিপক্ষে। ম্যাচটি খেলতে গত ১৭ মার্চ দেশে আসেন হামজা। ভারত ম্যাচে খেলেছেন অনবদ্য। প্রথম ম্যাচেই তিনি বুঝিয়ে দেন, তাকে নিয়ে মাতামাতি বাড়াবাড়ি নয়। প্রত্যাশা পূরণ করে উপহার দিয়েছেন দারুণ এক পারফরম্যান্স।
জাতীয় দলের খেলা শেষে হামজা আবার ফিরছেন ইংল্যান্ডে। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে ঢাকা থেকে সিলেট যান তিনি। সেখান থেকে ধরেছেন ইংল্যান্ডের বিমান। আগামীকাল মাঠে নামবে তার ক্লাব শেফিল্ড ইউনাইটেড। ভ্রমণক্লান্তি কাটিয়ে হামজা খেলেন কি না, তা জানা যায়নি এখনও।
দেশ ছাড়ার আগে সবার প্রতি ভালোবাসা প্রকাশ করেন হামজা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া এক ভিডিওবার্তায় আজ কথা বলেন হামজা। সেখানে নিজের জন্য দোয়াও চান তিনি।
হামজা বলেন, ‘শুধু এটাই বলব, অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, তা সত্যিই আমার জন্য বিশেষ। আমার ও আমার সন্তানের সুস্থতার জন্য দোয়া করবেন। সামনে আমাদের দুটি বড় খেলা আছে, আবার জুনে দেখা হবে ইন শা আল্লাহ।’