পাকিস্তানের সঙ্গে ভারতের প্রতিদ্বন্দ্বিতা শেষ, মনে করেন সূর্যকুমার

প্রতিদ্বন্দ্বিতা তখনই হয়, যখন লড়াই হয় সমানে সমান। সম্প্রতি ভারত-পাকিস্তানের ম্যাচগুলো বড্ড একপেশে হয়ে উঠেছে। ভারতের সহজ জয়ই যেন ম্যাচের একমাত্র সত্য। জয় দূরে থাক, পাকিস্তান পারে না ন্যূনতম লড়াই জমাতেও।
চলতি এশিয়া কাপেই যেমন ভারতের কাছে এক সপ্তাহের ব্যবধানে দুবার হেরেছে পাকিস্তান। সর্বশেষ সুপার ফোরে রোববার (২১ সেপ্টেম্বর) ভারত জিতেছে ৬ উইকেটে। ম্যাচের পর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানালেন, ভারত-পাকিস্তানের মধ্যে এখন আর প্রতিদ্বন্দ্বিতা নেই।
সূর্যকুমার বলেন, ‘আমার মতে, যদি কোনো দল ১৫-২০ ম্যাচ খেলে, তার মধ্যে যদি ৭-৭ অথবা ৭-৮ স্কোরলাইন থাকে, তাহলে এটাকে দ্বৈরথ বলা যায়। কিন্তু ১৩-০, ১০-১…আমি জানি না আসল সংখ্যাটা কী। কিন্তু এটা এখন আর রাইভালরি নেই। আমার মনে হয় আপনাদের এই রাইভালরি নিয়ে প্রশ্ন বন্ধ করা উচিত।’
গতকাল রোববার রাতে পাকিস্তানের ১৭১ রানের জবাবে ব্যাট করতে নামে ভারত। রান তাড়ায় শুরু থেকে আগ্রাসী ভারতের দুই ওপেনার। অভিষেক শর্মা ও শুভমান গিল যেন পাল্লা দিয়ে রান তোলেন। ৯.৫ ওভারের উদ্বোধনী জুটিতে আসে ১০৫ রান। পাকিস্তান মূলত ছিটকে পড়ে তখনই। মেনে নিতে হয় হার।