রাতে ঘোষণা হবে ব্যালন ডি’অর, যেভাবে দেখবেন

ফুটবল বিশ্বে ব্যক্তিগত অর্জনের দিক বিবেচনায় সবচেয়ে বড় পুরস্কারের অন্যতম ব্যালন ডি’অর। ইউরোপের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ধরা হয় এটিকে। এই পুরস্কারকে ঘিরে ফুটবলারদের আলাদা স্বপ্ন থাকে। তেমনি সমর্থকরাও তাকিয়ে থাকেন, তাদের প্রিয় তারকার হাতে উঠছে কি না এই পুরস্কার। ২০২৫ সালে বহুল প্রতীক্ষিত ব্যালন ডি’অর কার হাতে উঠতে যাচ্ছে তা জানা যাবে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাত ১টায়। প্যারিসের থিয়েটার দু শাতলেতে জমকালো আয়োজনের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে ‘প্যারামাউন্ট প্লাস।’
এছাড়া ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠানের ব্রডকাস্ট পার্টনারদের নাম জানিয়েছে। কোন দেশ থেকে কোন চ্যানেলে সরাসরি দেখা যাবে সেটিও জানিয়েছে। এবারের ব্যালন ডি”অর পুরস্কার কার হাতে উঠতে যাচ্ছে সেটি দেখতে হলে বাংলাদেশের দর্শকদের চোখ রাখতে হবে ‘সনি স্পোর্টস টেন ওয়ান’ চ্যানেলে।
অনুষ্ঠানে ২০২৪-২৫ মৌসুমের সেরা পুরুষ ও নারী খেলোয়াড়, গোলরক্ষক, উদীয়মান খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা এবং কোচদের পুরস্কার তুলে দেওয়া হবে। পাশাপাশি বছরের সেরা ক্লাব এবং মাঠের বাইরে গুরুত্বপূর্ণ মানবিক অবদান রেখেছেন এমন একজনকে ‘সক্রেটিস আওয়ার্ড’ প্রদান করা হবে।
এবারের আসরের ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে আছেন ট্রেবলজয়ী ক্লাব পিএসজির ফরাসি তারকা উসমান দেম্বেলে, বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল ও বার্সার ব্রাজিলিয়ান তারকা রাফিনহা, ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুলের মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ, জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের ফরাসি তারকা হ্যারি কেইন, রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের নাম।
নাটকীয় কিছু না হলে এবারের আসরের ব্যালন ডি’অর দেম্বেলের হাতেই উঠতে চলেছে। ফরাসি এই ফরোয়ার্ড পিএসজির হয়ে স্বপ্নের মতো এক মৌসুম কাটিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে মৌসুমের সেরা খেলোয়াড় হয়েছেন। পাশাপাশি ফরাসি লিগে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি নির্বাচিত হয়েছেন মৌসুমের সেরা খেলোয়াড়। সর্বশেষ মৌসুমে ৫৩ ম্যাচে ৩৫ গোল ও ১৪টি অ্যাসিস্ট করে মোট ৪৯টি গোলে অবদান রাখেন তিনি। তবুও শেষ পর্যন্ত কার হাতে উঠছে ব্যালন ডি’অর, তা জানতে অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত।