বিসিবি নির্বাচন : নির্বাচিত বুলবুল-নাজমুল, বাদ পড়লেন তিনজন

দেশের ক্রিকেট পাড়ার আলোচনার টেবিলের একমাত্র বিষয় এখন আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। ইতোমধ্যে জমে ওঠেছে নির্বাচনের লড়াই। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) ছিল মনোনয়নপত্রের প্রাথমিক তালিকা প্রকাশের দিন। সেখানে দেখা গেছে বড় চমক।
নির্বাচনে ঢাকা বিভাগ থেকে পরিচালক নির্বাচনের জন্য মনোনয়ন সংগ্রহ করেছিলেন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিমসহ তিনজন। এই বিভাগ থেকে পরিচালক হবেন দুইজন। সেখানে একজন পরিচালকের মনোয়ন বাতিল হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে বুলবুল আর ফাহিম।
আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে রিটার্নিং অফিসার জানান, পরিচালক নির্বাচনের জন্য মোট ৬০টি মনোনয়নপত্র তোলা হয়েছিল। এর মধ্যে জমা পড়েছিল ৫১টি মনোনয়নপত্র। বাকি তিনটি মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ক্যাটাগরি-১ এ মোট ১৫টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এরমধ্যে বাতিল হয়েছে ৩টি। বাতিল হওয়া মনোনয়নপত্রের মধ্যে ঢাকা বিভাগের একটি (জামালপুর ক্রীড়া সংস্থা), চট্টগ্রাম বিভাগের একটি (চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থা) ও রাজশাহী বিভাগের একটি (রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা)।
এই ক্যাটাগরি থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ঢাকা বিভাগের দুই পরিচালক। ঢাকা থেকে দুই পরিচালকের বিপরীতে তিনটি মনোনয়ন জমা পড়েছিল। কিন্তু একটি বাতিল হয়ে যাওয়ায় এখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন দুজন। খুলনা বিভাগ থেকে দুই পরিচালকের বিপরীতে দুটি মনোনয়নপত্রই জমা পড়েছে। ফলে এই বিভাগ থেকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন দুই পরিচালক। সিলেট ও বরিশালে এক পরিচালকের বিপরীতে মনোনয়ন জমা পড়েছে একটি। এই দুই বিভাগ থেকেও প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পরিচালক নির্বাচিত হচ্ছে।
ক্যাটাগরি-২ এ (ঢাকাভিত্তিক ক্লাবগুলো) মোট মনোনয়ন জমা পড়েছে ৩০টি। এই ক্যাটাগরির সবগুলো মনোয়নই বৈধ। ক্যাটাগরি- ২ এ মোট ১২টি পরিচালক পদ। আর ক্যাটাগরি-৩ এ মনোনয়ন জমা পড়েছে ৩টি। যার সবগুলোই বৈধ। এই ক্যাটাগরিতে পরিচালক পদ একটি।
আগামীকাল মনোনয়নপত্র নিয়ে আপিল করা যাবে। সেটা নিয়ে শুনানিও হবে কালই। এরপর ১ অক্টোবর প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা।