সহজ ম্যাচ কঠিন করে জয়ের হাসি বাংলাদেশের

আলো ঝলমল শারজায় হঠাৎ যেন আঁধার নামিয়ে আনেন বাংলাদেশের ব্যাটাররা। আফগানিস্তানের দেওয়া রান তাড়া করতে নেমে দারুণ শুরু হয় ওপেনিংয়ে। এরপর খেই হারায় বাংলাদেশ। ৯ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে সহজ ম্যাচ করে তোলে কঠিন। শেষ পর্যন্ত জয়ের হাসি হাসতে পেরেছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বৃহস্পতিবার (২ অক্টোবর) আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতেছে ৪ উইকেটে।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেওয়া আফগানিস্তান ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তোলে ১৫১ রান। জবাবে ১৮.৪ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান করে বাংলাদেশ।
মাঝারি লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন কাজটা প্রায় সহজ করে তোলেন। ১১.৪ ওভারে এই জুটি থেকে আসে ১০৯ রান। ফিফটি তুলে নেন দুজনই।
৩৭ বলে চারটি চার ও তিনটি ছক্কায় ৫৪ রান করে ফরিদ আহমেদের বলে লেগবিফোর হন ইমন। ৩৭ বলে সমান তিনটি করে চার ও ছক্কায় ৫১ রান আসে তামিমের ব্যাট থেকে। তাকে ফেরান রশিদ খান।
উদ্বোধনী জুটি ভাঙার পর শুরু হয় আসা-যাওয়ার মিছিল। রশিদের বলে লেগবিফোর হয়ে রানের খাতা খোলার আগেই ফেরেন সাইফ হাসান ও শামীম হোসেন পাটোয়ারী। অধিনায়ক জাকের আলীকেও লেগবিফোরের ফাঁদে ফেলেন রশিদ। জাকের করেন ৬ রান।
বিনা উইকেটে ১০৯ রান থেকে ১১৮ রানে নেই ৬ উইকেট। ত্রাণকর্তা হয়ে আসেন নুরুল হাসান সোহান। ১৩ বলে একটি চার ও দুই ছক্কায় অপরাজিত ২৩ রানের ক্যামিও খেলেন। তাকে সঙ্গ দিয়ে ৯ বলে তিনটি চারে ১৪ রানে অপরাজিত থাকেন রিশাদ হোসেন। এই দুজনের ব্যাটে চড়ে বাংলাদেশ পায় জয়ের দেখা।
আফগানিস্তানের পক্ষে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন রশিদ খান।
ব্যাটিংয়ে দুই ওপেনার অবশ্য বেশিদূর যেতে পারেননি। ২৫ রানে আফগানরা হারায় প্রথম উইকেট। ওপেনার ইব্রাহিম জাদরানকে বোল্ড করেন নাসুম আহমেদ। জাদরানের ব্যাট থেকে ১০ বলে আসে ১৫ রান। ১২ বলে ১০ করে আরেক ওপেনার সেদিকউল্লাহ অতল ধরা পড়েন পারভেজ হোসেন ইমনের হাতে, বোলার তানজিম হাসান সাকিব।
আফগানদের রানের চাকা সচল রাখেন রহমানউল্লাহ গুরবাজ। ৩১ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ৪০ রান করেন গুরবাজ। তাকেও বিদায় করেন সাকিব। একপ্রান্তে আফগানদের আসা-যাওয়ার মিছিল অব্যাহত থাকে।
নিয়মিত বিরতিতে উইকেট হারানো আফগানিস্তানের সংগ্রহ দেড়শ পর্যন্ত যায় মোহাম্মদ নবীর ব্যাটে চড়ে। তাসকিন আহমেদের বলে রিশাদ হোসেনের তালুবন্দি হওয়ার আগে নবী খেলেন ২৫ বলে ৩৮ রানের ঝলমেলে ইনিংস, সাজান একটি চার ও ৪টি ছক্কায়। তাতে আফগানরা পায় লড়াই করার পুঁজি।
বাংলাদেশের পক্ষে সাকিব ও রিশাদ নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট পান তাসকিন, নাসুম ও মুস্তাফিজ।
সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান : ২০ ওভারে ১৫১/৯ (জাদরান ১৫, অতল ১০, গুরবাজ ৪০, রাসুলি ০, ইসহাক ১, ওমরজাই ১৮, নবী ৩৮, আশরাফ ১৭*, রশিদ ৪, নুর ৬; তাসকিন ৪-০-৪০-১, নাসুম ৪-০-১৮-১, সাকিব ৪-০-৩৪-২, মুস্তাফিজ ৪-০-২৪-১, রিশাদ ৪-০-৩৩-২)
বাংলাদেশ : ১৮.৪ ওভারে ১৫৩/৬ (তামিম ৫১, মন ৫৪, সাইফ ০, জাকের ৬, শামীম ০, সোহান ২৩*, সাকিব ০, রিশাদ ১৪*; ফরিদ ৩-০-২৬-১, ওমরজাই ২.৪-০-৩২-০, নবী ৩-০-২৭-০, রশিদ ৪-০-১৮-৪, নুর ৪-০-২১-১, শরাফ ২-০-২৫-০)
ফল : বাংলাদেশ ৪ উইকেটে জয়ী