দেশে ফিরে সমর্থকদের স্বপ্ন দেখালেন শমিত

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠে হংকংয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে দর্শকদের চোখ থাকবে প্রবাসী ফুটবলারদের ওপর। ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী আগেই এসেছেন। এবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিলেন শমিত সোম। হংকংয়ের বিপক্ষে ম্যাচ খেলতে গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকায় পা রেখেছেন তিনি।
কানাডা থেকে গতকাল রাত সাড়ে নয়টায় ঢাকায় এসে পৌঁছেছেন শমিত সোম। দেশে ফিরেই হংকং ম্যাচে ভালো ফলের আশাবাদ জানিয়েছেন তিনি। বাফুফের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওবার্তায় শমিত বলেন, ‘আমি বাংলাদেশে এসেছি দীর্ঘ ভ্রমণের পর। আমি খুব উচ্ছ্বসিত, সব টিমমেটদের দেখতে, কোচিং স্টাফদের দেখতে এবং অনুশীলনে নামতে। সামনে যে দুটি ম্যাচ রয়েছে, আশা করছি আমরা সেখানে ভালো খেলতে পারব।’
শমিত বাংলাদেশের জার্সিতে একমাত্র ম্যাচটি খেলেছেন ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে আজ একদিনই শুধু অনুশীলনের সুযোগ পাবেন তিনি।
কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসিতে খেলেন এই মিডফিল্ডার। কানাডা থেকে দেশে ফেরার পর জাতীয় দলের সঙ্গে মাত্র এক দিন অনুশীলনের সুযোগ পাবেন তিনি। এরপরই হংকংয়ের বিপক্ষে মাঠে নামবেন শমিত।
আগামীকাল ৯ অক্টোবর বৃহস্পতিবার এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ম্যাচে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এরপর ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।
এশিয়ান কাপ বাছাইয়ে দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে গ্রুপের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে হংকং। শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। বাংলাদেশের সমান ১ পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থেকে টেবিলের তলানিতে রয়েছে ভারত।