সাফ অ্যাথলেটিকসে পদক জিতল বাংলাদেশ
ভারতের রাচিতে চলছে সাফ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট বয়কট করে অংশ নেয়নি পাকিস্তান। ফলে তাদের ছাড়াই হচ্ছে সব ইভেন্ট। গতকাল টুর্নামেন্টের শুরুর দিনে কিছুটা হতাশা নিয়েই পার করতে হয়েছে বাংলাদেশকে, ছিল না কোনো পদক। তবে আজ সেই হতাশা কাটিয়ে পদক জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আজ শনিবার (২৫ অক্টোবর) ৪/১০০ মিটারের রিলেতে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। পাঁচ দেশের মধ্যে তৃতীয় হয়েছে বাংলাদেশ। লাল-সবুজের হয়ে দৌড়েছেন সাবেক দ্রুততম মানব মো. ইসমাইল, আব্দুল মোতালেব, তারেক রহমান ও লুসাদ ইসলাম।
৪/১০০ মিটারের রিলে শেষ করতে বাংলাদেশের দৌড়বিদদের সময় লেগেছে ৪০.৮৪ সেকেন্ড। এই ইভেন্টে প্রথম হওয়া শ্রীলঙ্কার দৌড়বিদদের সময় ছিল ৩৯.৯৯। রৌপ্য পাওয়া ভারতের লেগেছে ৪০.৬৫ সেকেন্ড।
পুরুষ রিলে পদক জিতলেও নারী রিলে একটুর জন্য পদক হারিয়েছে বাংলাদেশ। ৪৮.২১ সেকেন্ড টাইমিংয়ে চতুর্থ হয়েছে বাংলাদেশ। এই ইভেন্টে তৃতীয় হওয়া মালদ্বীপের সময় লেগেছে ৪৭.৭৯ সেকেন্ড।
নারীদের ইভেন্টে প্রথম একশ মিটারে বাংলাদেশের দৌড়বিদই এগিয়েছিলেন। কিন্তু ব্যাটন পরিবর্তন করে পরের দুই ধাপে পিছিয়ে পড়ে বাংলাদেশ। শেষ ১০০ মিটারে তাই দায়িত্ব পড়েছিল কয়েকবারের দ্রুততম মানবী শিরিন আক্তারের ওপর। তিনিও বিশেষ কিছু করে দেখাতে পারেননি। ফলে বাংলাদেশও পদক পায়নি।
এই দুই ইভেন্ট বাদেও আজ নিষ্পত্তি হয়েছে হাই জাম্প, ডিসকাস থ্রো, ১১০ মিটার হার্ডলস ইভেন্টের পদক। বাংলাদেশ অবশ্য কোনো ইভেন্টেই পদক জিততে পারেনি। আগামীকাল লং জাম্প ও ৪/৪০০ মিটার নারী-পুরুষ স্প্রিন্ট ইভেন্ট রয়েছে বাংলাদেশের।

স্পোর্টস ডেস্ক