রেকর্ড প্রাইজমানি বিশ্বচ্যাম্পিয়ন ভারতের, বাংলাদেশ কত পেল?
নারী ওয়ানডে বিশ্বকাপ দেখা পেয়েছে নতুন চ্যাম্পিয়নের। দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ভারত। অন্যদিকে প্রথমবার ফাইনালে উঠে হতাশ হয়ে ফিরতে হয়েছে প্রোটিয়াদের। গতকাল রোববার (২ নভেম্বর) নাভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে হারমানপ্রীত কৌরের দল। শিরোপার সঙ্গে এসেছে রেকর্ড অঙ্কের প্রাইজমানিও পেয়েছে চ্যাম্পিয়ন ভারত।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবারের নারী বিশ্বকাপের জন্য মোট পুরস্কারের অঙ্ক নির্ধারণ করেছিল ১৩.৮৮ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৫৩ কোটি টাকা। এটি ২০২২ সালের নারী বিশ্বকাপের তুলনায় প্রায় চার গুণ বেশি। এমনকি ২০২৩ সালের পুরুষদের ওয়ানডে বিশ্বকাপের পুরস্কার অর্থকেও (১০ মিলিয়ন ডলার) ছাড়িয়ে গেছে।
আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকার স্বপ্নভঙ্গ, প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ভারত
২০২৬ নারী ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত পেয়েছে ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা। ২০২২ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া পেয়েছিল মাত্র ১.৩২ মিলিয়ন ডলার—তার তুলনায় ভারতের প্রাইজমানি বেড়েছে প্রায় ২৩৯ শতাংশ।
রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা পেয়েছে চ্যাম্পিয়নের অর্ধেক ২২ লাখ ৪০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় সেটি ২৫ কোটি টাকার বেশি।
আরও পড়ুন : ইতিহাসের সাক্ষী হওয়ার অপেক্ষায় নারী বিশ্বকাপ
সেমিফাইনালে হারা দুটি দল পেয়েছে ১১ লাখ ২০ হাজার ডলার করে। এছাড়া পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল পেয়েছে সাত লাখ ডলার, সপ্তম ও অষ্টম স্থানে থাকা দল পেয়েছে দুই লাখ ৮০ হাজার ডলার করে।
টুর্নামেন্টের সব দলই অংশগ্রহণ ফি হিসেবে পেয়েছে দুই লাখ ৫০ হাজার ডলার। এছাড়া গ্রুপপর্বের প্রতিটি জয়ের জন্য অতিরিক্ত ৩৪ হাজার ৩১৪ ডলার করে পাবে দলগুলো।
বিশ্বকাপে লিগ পর্বে টেবিলের সপ্তমস্থানে থেকে শেষ করেছে বাংলাদেশ। জয় পেয়েছে একটি ম্যাচে। অবস্থানের ভিত্তিতে বাংলাদেশ পেয়েছে দুই লাখ ৮০ হাজার ডলার। পাকিস্তানের বিপক্ষে একমাত্র জয় থেকে পেয়েছে ৩৪ হাজার ৩১৪ ডলার। আর অংশগ্রহণ ফি আড়াই লাখ ডলার। সব মিলিয়ে এবারের বিশ্বকাপ থেকে বাংলাদেশের প্রাপ্তি পাঁচ লাখ ৬৪ হাজার ৩১৪ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ছয় কোটি ৯০ লাখ টাকার বেশি।

                  
                                                  স্পোর্টস ডেস্ক