পরীক্ষিতদের ওপর ভরসা করে বাংলাদেশের দল ঘোষণা
নভেম্বর উইন্ডোতে দুটি ম্যচা খেলবে বাংলাদেশ দল। প্রথমে নেপালের বিপক্ষে খেলবে প্রীতি ম্যাচ। এরপর ভারতের বিপক্ষে মাঠে নামবে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে। দুটি ম্যাচই হবে জাতীয় স্টেডিয়ামে। সেই দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
আজ বুধবার (৫ নভেম্বর) ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে বাফুফে। পরীক্ষিতদের ওপরই ভরসা রেখেছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। চোট কাটিয়ে দলে ফিরেছেন মোহাম্মদ ইব্রাহিম। গত অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে চোট পেয়ে ক্যাম্প ছেড়েছিলেন ইব্রাহিম।
অক্টোবর উইন্ডোতে হংকংয়ের বিপক্ষে হোম-অ্যাওয়ে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। ওই দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ছিল ২৮ সদস্যের। সেই দল থেকে বাদ পড়েছেন মোহামেডানের ডিফেন্ডার মেহেদী হাসান, ফরোয়ার্ড সুমন রেজা আর ফাহমিদুল ইসলাম। এর মধ্যে ফাহমিদুল কার্ড জনিত কারণে ভারতের বিপক্ষে খেলতে পারবে না। এই তিন জনের পরিবর্তে গোলরক্ষক পাপ্পু ও ডিফেন্ডার শাকিল হোসেন আবার দলে ফিরেছেন।
সাধারণত ক্যাম্প শুরুর আগে প্রাথমিক দল ঘোষণা করা হয়। তবে এবার ব্যতিক্রম চিত্র দেখা গেছে। ইতোমধ্যে চার দিনের ক্যাম্প শেষ হয়েছে। পঞ্চম দিনে এসে দল ঘোষণা করা হলো। অবশ্য জাতীয় দলের ক্যাম্প শুরু হলেও ছুটিতে স্পেনে ছিলেন কাবরেরা। গতকাল ঢাকায় ফিরেছেন তিনি। এর একদিন পড়ে দল ঘোষণা করলেন তিনি।
আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৮ নভেম্বর বাছাইয়ের ফিরতি লেগে ভারতের মুখোমুখি হবে দল। দুই ম্যাচেই খেলার সম্ভাবনা আছে ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও কানাডা প্রবাসী শোমিত সোমের।
ক্যাম্প চলমান থাকলেও হামজা চৌধুরী ও শমিত সোম যোগ দেননি এখনও। আগামী সপ্তাহের শুরুর দিকে হামজার ঢাকায় আসার কথা রয়েছে। শমিতের দেশে আসার কথা নেপাল ম্যাচের আগে।
বাংলাদেশের স্কোয়াড
গোলরক্ষক : মিতুল মারমা, পাপ্পু হোসেন, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার : তপু বর্মণ, সাদ উদ্দিন, তাজ উদ্দিন, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ তপু, আব্দুল্লাহ ওমর।
মিডফিল্ডার : সোহেল রানা, মো. সোহেল রানা, জামাল ভূঁইয়া, হৃদয়, কাজেম শাহ, হামজা চৌধুরী, শমিত সোম, মোরসালিন।
ফরোয়ার্ড : শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, আরমান ফয়সাল আকাশ, আল আমিন, ইব্রাহীম।

স্পোর্টস ডেস্ক