অমর একুশে বইমেলায় আব্রাহাম তামিমের প্রথম কবিতার বই

আব্রাহাম তামিম একাধারে কবি, চিত্রনাট্যকার, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা। লিটলম্যাগ ও প্রতিষ্ঠানবিরোধী আন্দোলনের সক্রিয় লেখক। দীর্ঘকাল ধরে কবিতার সাথেই সংসার আব্রাহাম তার। কবিতার আঙুল ধরেই ঢাকায় আসা, অন্য সব পরিচয় সতিন হয়ে উঠলেও কবিতার মধ্যে দিয়েই আব্রাহাম তামিম ও তার যাপনকে চিহ্নিত করা যায়।কবি আব্রাহাম তামিমের প্রথম কবিতার বই এবার এলো অমর একুশে বইমেলায়। বইয়ের নাম ‘কি যেন ভুলতে চেয়েছিলাম’।...