রেলের এক লাইনে চলে যে যান

রেললাইন মানেই একজোড়া লাইন। কিন্তু জার্মান প্রকৌশলীরা একটি যান তৈরি করেছেন, যেটি রেললাইনের একটি লাইন ব্যবহার করে চলে। কয়েক বছরের মধ্যে এর ব্যবহার শুরু হতে পারে।ব্যাটারিচালিত এই বাহনকে মনোক্যাব নামে ডাকা হচ্ছে। অ্যাপ দিয়ে একে পছন্দের স্টপেজে থামানো যায়। প্রত্যন্ত এলাকায় এটি ব্যবহার করা যেতে পারে।মনোক্যাবের মার্কেটিং ম্যানেজার টর্স্টেন ফ্যোর্স্টার্লিং বলছেন, “আমরা এমন একটি যান তৈরি করতে...