অবশেষে বিয়ের তারিখ পেয়েছেন জেসিন্ডা আরডার্ন

আগামী গ্রীষ্মেই দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডকে বিয়ে করার পরিকল্পনা করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। সংবাদমাধ্যমকে নিজেই বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা। ২০১৯ সালে তাঁরা বাগদান সেরেছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
স্থানীয় কোস্ট রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ের পরিকল্পনার কথা জানালেও নির্দিষ্ট কোনো তারিখ জানাননি প্রধানমন্ত্রী জেসিন্ডা।
‘আমরা দুজন অবশেষে বিয়ের একটি তারিখ পেয়েছি,’ সাক্ষাৎকারে জেসিন্ডা এমনটাই বলেছেন বলে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে নিউজিল্যান্ড হেরাল্ড। ঘটা করে বিয়ে না করার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

‘ব্রাইডাল পার্টি করার মতো বয়সের চেয়ে খানিকটা বেশি বয়স হয়ে গেছে বলেই মনে হয় আমার,’ সাক্ষাৎকারে ৪০ বছর বয়সী আরডার্ন এমনটাই বলেছেন বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে।
জেসিন্ডার সঙ্গী গেফোর্ডের বয়স ৪৪ বছর। এ যুগলের দুই বছর বয়সী একটি মেয়েও আছে।
জেসিন্ডা আরডার্ন প্রথমবার প্রধানমন্ত্রী হন ২০১৭ সালে; তিনিই দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে এ পদে বসেন।