এবার এনডিটিভির প্রেসিডেন্টের পদত্যাগ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/01/14/ndtv_0.jpg)
ভারতের জনপ্রিয় সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এনডিটিভির প্রেসিডেন্ট সুপর্না সিংসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা পদত্যাগ করেছেন বলে জানিয়েছে এনডিটিভি কর্তৃপক্ষ। খবর: রয়টার্সের।
ভারতের অন্যতম শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান আদানি গ্রুপ এনডিটিভি’র ৬৫ শতাংশ শেয়ার কিনে নেওয়ার পর সাংবাদিকদের মধ্যে অবাধ সাংবাদিকতা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ফলে প্রতিষ্ঠানটি থেকে পদত্যাগের হিড়িক পড়েছে।
আদানি গ্রুপের অধিগ্রহণের মাস খানেকের মধ্যেই একে একে সবাই সরে দাঁড়াচ্ছেন। প্রতিষ্ঠাতাদের মধ্য থেকে প্রণয় রায় ও তাঁর স্ত্রী তথা এনডিটিভির নির্বাহী পরিচালক রাধিকা রায় ডিসেম্বরেই ইস্তফা দেন। এরপর সরে দাঁড়ান সাংবাদিক রবিশ কুমার। তিনি জ্যেষ্ঠ নির্বাহী সম্পাদক পদে ছিলেন।
এ যাত্রায় গতকাল শুক্রবার এনডিটিভি জানায়, প্রেসিডেন্ট সুপর্না সিংয়ের সঙ্গে সঙ্গে চীফ স্ট্র্যাটেজি অফিসার অরিজিৎ চ্যাটার্জি এবং চীফ টেকনোলজি অ্যান্ড প্রোডাক্ট অফিসার কাওয়ালজিৎ সিং বেদিও পদত্যাগ করেছেন।
নিউ দিল্লি টেলিভিশন লিমিটেড-এনডিটিভির পক্ষ থেকে বলা হয়, নতুন নেতৃত্বের হাতে নতুন কর্মকৌশল নির্ধারণ করে এগিয়ে যাবে কোম্পানি।