ওদেসায় রুশ হামলা, নিহত বেড়ে ২১
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/07/02/odesa.jpg)
ইউক্রেন কৃষ্ণ সাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ স্নেক আইল্যান্ডের দখল ফিরে পাওয়ার এক দিন পর গতকাল শুক্রবার দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর ওদেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এ হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
জাতিসংঘের উদ্যোগে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য বের করার মানবিক করিডোরের জন্য ‘শুভেচ্ছার নিদর্শন হিসেবে’ তারা স্নেক আইল্যান্ড থেকে সেনা প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে—গত বৃহস্পতিবার রাশিয়া এমনটি জানানোর পরদিন ওদেসায় এ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে।
ইউক্রেনের দাবি—তারা গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে রুশ বাহিনীকে স্নেক আইল্যান্ড থেকে বিতাড়ন করেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘কৌশলগত এ জয়কে’ স্বাগত জানিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার রাত্রিকালীন এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ‘এটি এখনও নিরাপত্তার নিশ্চয়তা দেয়নি। শত্রুরা আবার ফিরে আসবে না তা এখনও নিশ্চিত হয়নি। তবে, এটি দখলদারদের তৎপরতাকে উল্লেখযোগ্যভাবে সীমাবদ্ধ করবে। ধাপে ধাপে আমরা তাদের আমাদের সাগর, ভূমি ও আকাশ থেকে হটিয়ে দেব।’
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2022/07/02/odesa_killing.jpg)
এদিকে, লুহানস্কের পূর্ণাঙ্গ দখল নেওয়ার পর্যায়ে থাকা রুশ বাহিনী সেখানকার শেষ বাধা লিসিচ্যাংস্কের ওপর অবিরাম গোলাবর্ষণ করে যাচ্ছে, তারপরও শহরটিতে থাকা ইউক্রেনীয় বাহিনীগুলো নিজেদের অবস্থান ধরে রাখার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে।