করোনার নতুন ধরনে সৃষ্ট পরিস্থিতি নিয়ে ডব্লিউএইচওর আগাম বৈঠক আজ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নভেল করোনাভাইরাসের নতুন ধরনগুলোর বৈশিষ্ট্য নিয়ে আলোচনার জন্যে আজ বৃহস্পতিবার বৈঠকে বসছে। নির্ধারিত সময়ের দুই সপ্তাহ আগেই ডব্লিউএইচওর জরুরি কমিটির বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসটি দ্রুতই যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকা থেকে আরো অন্তত ৫০টি দেশে ছড়িয়ে পড়েছে।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে দেখা দেওয়া নভেল করোনাভাইরাসের চেয়ে ভাইরাসটির নতুন ধরন অনেক বেশি সংক্রামক বলে দাবি করা হচ্ছে। ফলে ভাইরাসটিকে ঠেকাতে দেশে দেশে নতুন করে লকডাউন জারি করা হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কমিটির বৈঠক সাধারণত প্রতি তিন মাসে একবার অনুষ্ঠিত হয়। কিন্তু পরিস্থিতি বিবেচনায় এবার বৈঠকটি দুই সপ্তাহ এগিয়ে আনা হয়েছে।
এদিকে বর্তমান বিশ্বের উপলব্ধ টিকাগুলো নতুন বৈশিষ্ট্যের করোনা ঠেকাতে কতটা কার্যকর তা নিয়েও ডব্লিউএইচওর বৈঠকে আলোচনা হবে।
ডব্লিউএইচওর বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন বিশ্বে করোনায় আক্রান্ত শনাক্তের সংখ্যা নয় কোটি ২৮ লাখ ছাড়িয়েছে এবং করোনায় মারা গেছে প্রায় ২০ লাখ মানুষ।