কোভিড সংক্রমণ ঠেকাতে সিডনির একাধিক এলাকায় লকডাউনের নির্দেশ
অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ নগরী সিডনির মধ্যাঞ্চলের আশপাশের চারটি এলাকার বাসিন্দাদের এক সপ্তাহের জন্য বাড়িতে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। কোভিড-১৯ রোগের দ্রুত সংক্রামক ধরন ‘ডেল্টা ভ্যারিয়্যান্ট’ ব্যাপক হারে ছড়িয়ে পড়ার লাগাম টেনে ধরতে আজ শুক্রবার এমন নির্দেশ দেয়া হয়। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে।
এএফপির খবরে বলা হয়, চলতি সপ্তাহে সিডনিতে বেশ কয়েকজন করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়্যান্টে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। সিডনি বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইটের একজন ক্রুকে কোয়ারেন্টিন হোটেলে নিয়ে যাওয়া একজন লিমুজিন চালক করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। সংশ্লিষ্ট অঞ্চলে করোনায় গুচ্ছ আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫ জন হলে শুক্রবার মধ্যরাত থেকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।
কোভিড-১৯ রোগ নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে বিশ্বের অধিক সফল দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। দেশটিতে করোনাভাইরাসে এ পর্যন্ত ৩০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং ৯১০ জন প্রাণ হারিয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক