ক্ষমতা আরো পাকাপোক্ত করলেন শি জিনপিং
ক্ষমতায় প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অবস্থান আরো দৃঢ় হওয়ার মধ্য দিয়ে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেস শনিবার শেষ হয়েছে।
প্রতি পাঁচ বছর পর পর অনুষ্ঠিত এ কংগ্রেসে এবার একটি নতুন কেন্দ্রীয় কমিটি আত্মপ্রকাশ করেছে; শি-র সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক না থাকা দুইজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা এই কমিটি থেকে বাদ পড়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শি (৬৯) নজির ভেঙে তৃতীয়বারের মতো আরো পাঁচ বছর পার্টির জেনারেল সেক্রেটারির পদ ধরে রাখার প্রস্তুতি নিয়েছেন। গণপ্রজাতন্ত্রী দেশটির প্রতিষ্ঠাতা নেতা মাও জেদংয়ের পর সবচেয়ে প্রভাবশালী নেতা হিসেবে নিজের অবস্থান দৃঢ় করে তুলেছেন।
রোববার চীনের স্থানীয় সময় দুপুরের দিকে বেইজিংয়ের গ্রেট হল অব পিপলে অপেক্ষমান সাংবাদিকদের একটি কক্ষে শি হেঁটে প্রবেশ করার সময় ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নতুন নেতৃত্ববৃন্দের পরিচয় জানা যাবে। পার্টির স্ট্যান্ডিং কমিটিতে নিজেদের পদ অনুযায়ী একে একে তারা শি-কে অনুসরণ করে কক্ষটিতে প্রবেশ করবেন বলে জানিয়েছে রয়টার্স।