দুই ডোজ টিকা নিয়েও ফরাসি প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত
করোনায় আক্রান্ত হয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী জ্যাঁ ক্যাসটেক্স। সোমবার সন্ধ্যায় তাঁর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সংবাদ সংস্থা এএফপির বরাত দিয়ে ফ্রান্স টোয়েন্টিফোর এ তথ্য জানিয়েছে।
সোমবার সকালেও ব্রাসেলস গিয়েছিলেন ফরাসি প্রধানমন্ত্রী। সেখানে বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্দার ডি ক্রো’র সঙ্গে সাক্ষাতও করেন তিনি। ব্রাসেলস সফরে ফরাসি প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড ডারমানিয়ান ও ইউরোপবিষয়ক মন্ত্রী ক্লেমেন্ট বিউন ছিলেন।
জ্যাঁ ক্যাসটেক্স আগামী ১০ দিন আইসোলেশনে থাকবেন। ফরাসি প্রধানমন্ত্রীর কার্যালয় এএফপিকে জানায়, মেয়ের করোনা পজিটিভ রিপোর্ট আসার পর সঙ্গে সঙ্গে জ্যাঁ ক্যাসটেক্সের পিসিআর টেস্ট করানো হয়।
৫৬ বছর বয়সী জ্যাঁ ক্যাসটেক্স করোনার দুই ডোজ টিকা নিয়েছেন। এর আগে তিনি করোনায় আক্রান্তও হননি।