ন্যাটোর সদস্যপদ না চাওয়ার ইঙ্গিত জেলেনস্কির
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/22/okj6e4q_ukraine-president-zelenskiy_625x300_02_march_22.jpg)
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আবারও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আশা ব্যক্ত করেছেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঞ্চল এবং কিয়েভের ন্যাটোর সদস্য হওয়ার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে আপস করার ইঙ্গিত দিয়ে জেলেনস্কি জানান, বিষয়গুলো নিয়ে সমঝোতার জন্য গণভোটের প্রয়োজন হবে।
গতকাল সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, যুদ্ধবিরতি, রুশ সেনা প্রত্যাহার এবং ইউক্রেনের নিরাপত্তার গ্যারান্টির বিনিময়ে সামরিক জোট ন্যাটোর সদস্যপদ না চাওয়ার প্রতিশ্রুতি নিয়ে তিনি আলোচনা করতে প্রস্তুত। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
সোমবার রাতে ইউক্রেনীয় টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, ‘রুশ প্রেসিডেন্টের সঙ্গে প্রথম বৈঠকেই আমি এই বিষয়গুলো উত্থাপন করতে প্রস্তুত।’
জেলেনস্কি আরও বলেন, ‘এটি সবার জন্য একটি আপস: কারণ পশ্চিমা দেশগুলো জানে না তারা ন্যাটোর বিষয়ে আমাদের সঙ্গে কী করবে। ইউক্রেন নিরাপত্তার গ্যারান্টি চায় এবং রাশিয়াও চায় না (পূর্ব ইউরোপে) ন্যাটোর আরও সম্প্রসারণ হোক।’
জেলেনস্কি আরও বলেছেন, যুদ্ধবিরতি হলে এবং নিরাপত্তার গ্যারান্টি প্রদানের প্রক্রিয়া সামনের দিকে এগিয়ে গেলে ক্রিমিয়া এবং রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা পূর্ব দনবাস অঞ্চল নিয়ে আলোচনায় বসতে প্রস্তুত কিয়েভ।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/03/22/capture_2.jpg 687w)
গত রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জেলেনস্কি বলেছিলেন, তিনি বিশ্বাস করেন রুশ আগ্রাসনের সমাপ্তি আলোচনায় ব্যর্থ হওয়া মানে ‘তৃতীয় একটি বিশ্বযুদ্ধ’ বেঁধে যাওয়া। জেলেনস্কি বলেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা করতে প্রস্তুত। আলোচনাই যুদ্ধ বন্ধ করার একমাত্র উপায়।
উল্লেখ্য, টানা প্রায় একমাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করছে রাশিয়া। জল, স্থল ও আকাশপথে চালানো রুশ সেনাদের জোরদার হামলায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে পূর্ব ইউরোপের এই দেশটি। অবশ্য যুদ্ধ বন্ধে মস্কো-কিয়েভ আলোচনা অব্যাহত রাখলেও এখন পর্যন্ত ইতিবাচক কোনো ফল আসেনি।