পার্লামেন্টে পদত্যাগপত্র জমা দিলেন ইরাকের প্রধানমন্ত্রী
টানা সরকারবিরোধী রক্তক্ষয়ী বিক্ষোভের পর অবশেষে পদত্যাগপত্র জমা দিলেন ইরাকের প্রধানমন্ত্রী আদিল আবদুল মাহদি। গতকাল শনিবার দেশটির পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি। আজ রোববার তাঁর পদত্যাগপত্র নিয়ে আলোচনা করবেন আইন প্রণেতারা। সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
এর আগে গত শুক্রবার এক বিবৃতিতে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন আবদুল মাহদি। সরকারবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর হাতে ৪৫ বিক্ষোভকারী নিহতের ঘটনায় চাপের মুখে এ ঘোষণা দেন তিনি।
শুক্রবার এক বিবৃতিতে আবদুল মাহদি জানান, প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি এবং খুব শিগগিরই পদত্যাগপত্র জমা দেবেন বলেও উল্লেখ করেন।
ইরাকের নাজাফে অবস্থিত ইরানি কনস্যুলেট পুড়িয়ে দেওয়ার পর দেশটির বিভিন্ন স্থানে নিরাপত্তা বাহিনীর গুলিতে বৃহস্পতিবার অন্তত ৪৫ বিক্ষোভকারী নিহত ও দুই শতাধিক আহত হওয়ার পরদিনই এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী। ওই হতাহতের ঘটনাকে ২০০৩ সালের পর সবচেয়ে ভয়াবহ হিসেবে উল্লেখ করেছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।
বেকার সংকট দূর করা, সরকারের দুর্নীতি বন্ধসহ সরকারি সেবার মান বাড়ানোর দাবিতে গত অক্টোবর থেকে ইরাকের রাজধানী বাগদাদসহ বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। এরপর থেকে বাগদাদসহ কয়েকটি শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত চারশ জন নিহত হন। এ ছাড়া আহত হন আরো ১৫ হাজার মানুষ।