মিসরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট শান্তিরক্ষী নিহত
মিসরের সিনাই উপদ্বীপে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর আট সদস্য নিহত হয়েছেন। এ সময় আরো একজন আহত হন। স্থানীয় সময় বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
নিহত ব্যক্তিদের মধ্যে ছয়জন মার্কিনি, একজন ফরাসি ও একজন চেক প্রজাতন্ত্রের নাগরিক।
ইসরায়েলি ও মিসরীয় কর্মকর্তারা জানান, বেঁচে ফেরা একজনকে প্রথমে ইসরায়েলের ইলাত রিসোর্টে নিয়ে যায় শান্তিরক্ষী বাহিনী। সেখান থেকে তাঁকে আরো উত্তর দিকের একটি হাসপাতালে নিয়ে যায় ইসরায়েলি হেলিকপ্টার।
কর্মকর্তারা বলছেন, প্রযুক্তিগত ঝামেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে এবং হেলিকপ্টারটিতে আক্রমণের কোনো চিহ্ন পাওয়া যায়নি।