মেক্সিকোতে জ্বালানিবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, ভয়াবহ আগুন

মেক্সিকোর মধ্যাঞ্চলে জ্বালানিবাহী একটি ট্রাককে একটি চলন্ত ট্রেন ধাক্কা দিলে তাতে আগুন ধরে যায়। ছবি : সংগৃহীত
মেক্সিকোর মধ্যাঞ্চলে জ্বালানিবাহী একটি ট্রাককে একটি চলন্ত ট্রেন ধাক্কা দিলে তাতে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে। বেশ কিছু স্থাপনার ক্ষতি হলেও এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভিডিও ফুটেজে দেখা যায় যে, ট্রেনের ধাক্কায় ট্রাকটিতে আগুন ধরে যাওয়ার পর দাউ দাউ করে আগুন জ্বলছে। আশপাশের এলাকা থেকে লোকজন অন্যত্র ছুটছে। আগুয়াসকালিয়েন্টেস শহরে ঘটে এ ঘটনা। খবর রয়টার্সের।
আগুয়াসকালিয়েন্টেস শহরের ফায়ার সার্ভিস প্রধান মিগুয়েল মুরিলো জানান, ঘটনাস্থল ও আশপাশের আবাসিক এলাকা থেকে তাৎক্ষণিকভাবে আটশ থেকে এক হাজার লোককে সরিয়ে নেওয়া হয়। ধোঁয়ার কারণে একজন অসুস্থ হয়ে পড়েন। তবে হতাহতের ঘটনা ঘটেনি।
ট্রাক চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
সংশ্লিষ্ট সংবাদ: মেক্সিকো
১৫ জানুয়ারি ২০২৩
০৮ জানুয়ারি ২০২৩
০২ জানুয়ারি ২০২৩