যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আক্রান্তের নতুন রেকর্ড
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দেশটিতে নতুন করে দুই লাখ ৪৮ হাজারের বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে।
জন হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়। ওই ইউনিভার্সিটির প্রকাশিত তথ্যানুযায়ী, একই সময় যুক্তরাষ্ট্রে নতুন করে আরো দুই হাজার ৭০৬ জন কোভিড-১৯ রোগে মারা গেছে। খবর বাসসের।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে গত মাস থেকে আশঙ্কাজনকভাবে কোভিড-১৯ সংক্রমণের হার বেড়ে যেতে থাকে।
দেশটিতে দৈনিক হিসাবে গত ১০ দিনেই নতুন করে দুই লাখ বা তার বেশি সংখ্যক লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে বর্তমানে কোভিড রোগীর সংখ্যা এক কোটি ৭১ লাখেরও বেশি। এ মুত্যু হয়েছে তিন লাখ ১১ হাজারের বেশি মানুষের। এদিকে সোমবার থেকে যুক্তরাষ্ট্রে দেওয়া শুরু হয়েছে ফাইজারের করোনা ভ্যাকসিন।
বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক ব্যবহারের এবং সামাজিক দূরত্ব বজায় রাখার পদক্ষেপ অবশ্যই পালন করতে হবে, বিশেষ করে বছর শেষের ছুটি চলাকালে।

এনটিভি অনলাইন ডেস্ক