হিরোশিমায় আণবিক বোমা হামলার ৭৫ বছর আজ

হিরোশিমা দিবসের ৭৫তম বার্ষিকী আজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামার মধ্যে ১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরে পৃথিবীর ইতিহাসে প্রথম আণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র।
প্রতি বছরের মতো এবারও জাপানের হিরোশিমায় আজ বৃহস্পতিবার হিরোশিমা দিবস পালন করা হচ্ছে। তবে, নভেল করোনাভাইরাসজনিত মহামারির কারণে এ বছর হিরোশিমা পিস মেমোরিয়াল পার্কে দিবসটি নিয়ে আয়োজন ছিল সীমিত পরিসরে।
৭৫ বছর আগে আজকের দিনে পরমাণু বোমায় কেঁপে উঠেছিল হিরোশিমা। ১৯৪৫ সালের ৬ আগস্ট যুক্তরাষ্ট্র বি-২৯ বোমারু বিমান থেকে ফেলা ‘লিটল বয়’-এর বিস্ফোরণে হিরোশিমায় প্রায় এক লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হয়। এ ছাড়া বিস্ফোরণের প্রতিক্রিয়ায় সৃষ্ট রোগে হিরোশিমায় আরো দুই লাখ ৩৭ হাজার মানুষের মৃত্যু হয়।
আজ বৃহস্পতিবার সকালে হিরোশিমা শহরের পিস পার্কে হাজির হন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ও হিরোশিমার মেয়র কাজুমি মাতসুই। এ সময় পিস পার্কে উপস্থিত ছিলেন হিরোশিমা বোমা হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিবর্গ ও তাঁদের উত্তরসূরিরা।
পিস পার্কে প্রতি বছর হিরোশিমা দিবসে আয়োজিত অনুষ্ঠানে হাজার হাজার মানুষ ভিড় জমালেও, এ বছরের চিত্র একেবারেই ভিন্ন। করোনাকালিন বাস্তবতায় এ বছর সীমিত সংখ্যক অতিথিকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। অনুষ্ঠানে আগত অতিথিদের আসনগুলো বসানো হয়েছে সামাজিক দূরত্বের বিধি মেনে এবং অতিথিরা সবাই মাস্ক পরেছিলেন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
১৯৪৫ সালের ৬ আগস্ট বোমা ফেলার সময়ের সঙ্গে মিল রেখে আজ বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সময় সকাল সোয়া ৮টা থেকে কিছু সময়ের জন্য নীরবতা পালন করা হয়।
হিরোশিমার তিন দিন পর আণবিক বোমা ফেলা হয় জাপানের আরেক শহর নাগাসাকিতে। ১৯৪৫ সালে সে বোমা হামলার প্রভাবে নাগাসাকিতে মারা গিয়েছিল ৭৪ হাজার মানুষ। এর কয়েকদিন পর ১৯৪৫ সালের ১৫ অগাস্ট জাপান আত্মসমর্পণ করে।
জাপানে এখনো ৫০ হাজার মার্কিন সেনা আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানকে সেনাবাহিনী রাখতে দেওয়া হয়নি। ফলে প্রতিবেশী পরমাণু অস্ত্রধর চীন থেকে প্রতিরক্ষার জন্য জাপান পুরোপুরি যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল।