৯৬ বছরে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের ৯৬তম জন্মদিন আজ বৃহস্পতিবার। বিশেষ এই দিনে প্রয়াত স্বামী প্রিন্স ফিলিপের পছন্দের একটি কটেজে থাকবেন বলে জানা গেছে। এর আগে হেলিকপ্টারে চড়ে নরফোক এস্টেটে পৌঁছান। সেখানে তাঁর পরিবার ও বন্ধুদের সঙ্গে মিলিত হবেন।
রানির জন্মদিনে বিশেষ এক ছবি প্রকাশ করেছেন ফটোগ্রাফার। যেখানে রানিকে দুটি সাদা ঘোড়ার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ঘোড়ার প্রতি রানির ভালোবাসা সব সময় লক্ষ্য করা গেছে। ছবিটি রাজপ্রাসাদ উইন্ডসর ক্যাসেলের সামনে তোলা।
এদিকে বাকিংহ্যাম প্যালেস রানির জন্মদিনে তার দুই বছর বয়সের এক ছবি প্রকাশ করেছে। ওই ছবিটি ১৯২৮ সালে তোলা। খবর বিবিসির।
ব্রিটেনের সিংহাসনে অনেক রানি এসেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি সময় ধরে আছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। সিংহাসনের বসার পর ৭০ বছর পার করছেন তিনি। আগে কোনো ব্রিটিশ শাসকেরই টানা সাত দশক সিংহাসনে থাকার নজির নেই।
রানি দ্বিতীয় এলিজাবেথের জন্ম ১৯২৬ সালের ২১ এপ্রিল। ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি মাত্র ২৫ বছর বয়সে ব্রিটেনের সিংহাসন লাভ করেছিলেন। রানির ৯৬তম জন্মদিনে দুকে এবং ডাচেস অব ক্যামব্রিজ টুইট বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন।