আগামী ৪৮ ঘণ্টা ইন্টারনেট ব্যবহারে সমস্যা হতে পারে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/10/12/photo-1539347363.jpg)
আগামী ৪৮ ঘণ্টা বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারে সমস্যা হতে পারে।
রাশিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, মূল ডোমেইন সার্ভার ও এ সংক্রান্ত নেটওয়ার্ক অবকাঠামো কিছু সময়ের জন্য বন্ধ থাকায় এ সমস্যা দেখা দিতে পারে।
বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন) ওই রক্ষণাবেক্ষণের কাজ করবে। এর মাধ্যমে ‘ক্রিপটোগ্রাফিক কি’ পরিবর্তন করা হয় যা ডোমেইন নেম সিস্টেম (ডিএনএস) বা ইন্টারনেট অ্যাড্রেস বুক সুরক্ষিত রাখতে সাহায্য করে।
বিশ্বজুড়ে সাইবার হামলা প্রতিরোধে এই পরিবর্তন প্রয়োজন বলে জানিয়েছেন আইসিএএনএন।
এক বিবৃতিতে কমিউনিকেশন রেগুলেটরি কর্তৃপক্ষ (সিআরএ) বলেছে, ডোমেইন নেম সিস্টেম সুরক্ষিত রাখার জন্যই বিশ্বজুড়ে ইন্টারনেট বন্ধ হওয়া জরুরি। এতে ডোমেইন নেম সিস্টেম নিরাপদ ও স্থিতিশীল হবে।
এনডিটিভির খবরে বলা হয়, ইন্টারনেট ব্যবহারকারীরা আগামী ৪৮ ঘণ্টায় ওয়েব পেজ ও যেকোনো ধরনের লেনদেনের ক্ষেত্রে সমস্যায় থাকতে পারে।