একই পরিবারের ১৪ জন নিহত
ভারতে প্রহরীবিহীন রেল ক্রসিংয়ে ফের দুর্ঘটনা ঘটেছে। এতে তিনজন পুরুষ, চারজন মহিলা এবং সাত শিশুসহ একই পরিবারের মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রামগড়ের ভুরকুণ্ডা রেল স্টেশনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে প্রহরীবিহীন ওই রেল ক্রসিং পার হচ্ছিল একটি গাড়িতে থাকা ওই যাত্রীরা। সেই সময় ওই রুটে দ্রুত গতিতে আসা হাওড়া-ভোপাল এক্সপ্রেস এসে ধাক্কা মারে ওই গাড়িটিকে। এতে ঘটনাস্থলেই ১৪জন যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পরই বন্ধ করে দেওয়া হয় এই রুটের সব ট্রেন চলাচল। শুরু হয় উদ্ধারকাজ। ট্রেনের ইঞ্জিনের সঙ্গে লেগে থাকা গাড়িটি থেকে গ্যাস কাটার দিয়ে বের করে আনা হয় মৃতদেহগুলো। এরপর ইঞ্জিন থেকে গাড়িটিকে আলাদা করে আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি।
এদিকে দুর্ঘটনার পর রেলের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রশাসনিক কর্মকর্তাদের ঘিরে সেখানে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা। ভুরকুন্ডা স্টেশনের কাছে প্রহরীবিহীন ওই লেভেল ক্রসিংটি বিপজ্জনক বলে চিহ্নিত। এর আগেও ওখানে দুর্ঘটনা ঘটেছে। কিন্তু এলাকার বাসিন্দাদের অভিযোগ বার বার বলা সত্ত্বেও কোনো গেটম্যান রাখার ব্যবস্থা করেনি রেল কর্তৃপক্ষ। তাই বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

কলকাতা সংবাদদাতা