পড়তে যাওয়ার পথে কিশোরীকে ধরে নিয়ে গণর্ধষণ, হত্যা
নবম শ্রেণির এক ছাত্রী সাইকেলে চড়ে যাচ্ছিল এক শিক্ষকের বাড়িতে পড়তে। পথে তাকে সাইকেল থেকে ফেলে দিয়ে, টেনেহিঁচড়ে পাশের আখক্ষেতে নিয়ে গণধর্ষণ করেছে চার দুর্বৃত্ত। পরে ওই কিশোরীকে তার ওড়া দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে ভারতের আলীগড়ের হারদুগঞ্জ এলাকায়। সংবাদমাধ্যম ডেকান ক্রনিকল জানিয়েছে, বুধবার শিক্ষকের কাছে পড়তে পাওয়ার পথে চার দুর্বৃত্ত দুটি মোটরসাইকেলে করে গিয়ে এ ঘটনা ঘটায়। কয়েক ঘণ্টা পর আখক্ষেত থেকে ওই কিশোরীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনার পর পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসী ফুঁসে উঠেছে। চার পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনাও ঘটেছে। গ্রামবাসী প্রথমে পুলিশকে কিশোরীর লাশ সরাতেও দেয়নি। পরে পুলিশের একটি বড় দল গিয়ে লাশটি সরিয়ে নেয়।
এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে পুলিশের আলীগড় বিভাগের অতিরিক্ত মহাপরিদর্শক গোবিন্দ আগারওয়াল জানিয়েছেন, দায়িত্বে অবহেলার জন্য এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

অনলাইন ডেস্ক