মেক্সিকোয় গির্জার ছাদ ধসে নিহত ৭
মেক্সিকোর উত্তর-পূর্বাঞ্চলে ধর্মীয় কাজ চলার সময় একটি গির্জার ছাদ ধসে পড়ে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। এছাড়া ধ্বংসাবশেষের নীচে চাপা পড়েছে আরও বেশ কয়েকজন। স্থানীয় কর্মকর্তারা এই তথ্য দিয়েছেন। খবর এএফপির।
তামাউলিপাস রাজ্য সরকারের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান, উপকূলীয় শহর সিউদাদ মাদেরোতে ঘটা এই দুর্ঘটনায় নিশ্চিতভাবে সাতজন মারা গেছে এবং আরও ১০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাছাড়া আরও বেশ কয়েকজন ভবনটির ধ্বংসাবশেষের নীচে চাপা পড়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, ধ্বংসাবশেষের নীচে আরও কমপক্ষে ২০ জন চাপা পড়েছে বলে মনে করা হচ্ছে। একটি ধর্মীয় অনুষ্ঠান চলার সময় গির্জার ছাদটি ধসে পড়ে।
সরকারি বিবৃতিতে জানানো হয়, স্থানীয় সময় রোববার (১ অক্টোবর) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় টেলিভিশনে দেখানো হয় বেশ কিছু মানুষ খুঁটির সাহায্যে ছাদের ভেঙে পড়া অংশ ধরে রাখার চেষ্টা করছে আর অন্যান্যরা ধ্বংসস্তুপের ভেতর থেকে জীবিতদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে গির্জার ধর্মযাজক হোসে আরমান্দো আলভারেজ বলেন, ‘আমরা খুবই কঠিন একটি সময় পার করছি, যীশুর নৈশভোজ অনুষ্ঠানের প্রস্তুতির সময় গির্জার ছাদ ধসে পড়ে।’