হামলার হুমকিতে খালি করা হলো ফ্রান্সের ছয় বিমানবন্দর
সম্প্রতি ফ্রান্সে একাধিকবার হামলার হুমকি দেওয়া হচ্ছে। আজ বুধবারও (১৮ অক্টোবর) ই-মেইলে এসেছে আরও একটি হামলার হুমকি। এর জেরে খালি করা হয়েছে দেশটির ছয়টি বিমানবন্দর। পুলিশ সূত্রে এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি।
ওই সূত্রটি জানিয়েছে, হুমকির জেরে লিলে, লিয়ন, নানতেস, নাইস, তোলোস ও বেউভাইস বিমানবন্দর খালি করে ফেলেছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের ভয়, হুমকি যেকোনো সময় বাস্তবে পরিণত হতে পারে।
এএফপি বলছে, গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিকভাবে হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। এরপরেই ফ্রান্সে হামলার একের পর এক হুমকি আসছে। এর আগে, গত শুক্রবার এক শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই হামলার জন্য নিজেদের দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস।
ফ্রান্সের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (ডিজিএসি) এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বোমা হামলার হুমকির জেরে লিলে, লায়ন, তোলোস ও বেউভাইস বিমানবন্দর খালি করা হয়েছে।’ তবে, তাৎক্ষণিকভাবে বিস্তারিতভাবে কিছু জানাননি তিনি।
ডিজিএসির ওয়েবসাইটে গিয়ে লিলে, লায়ন ও তোলোস বিমানবন্দরে ফ্লাইট বিলম্বের বিষয়টি দেখা গেছে।
নাইস বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লেখে, ‘একটি পরিত্যক্ত ব্যাগেজ আইটেম পাওয়ার কারণে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছিল। তবে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।’ একই ধরনের বক্তব্য দিয়েছে লিয়নস ব্রোন বিমানবন্দর কর্তৃপক্ষও।
লিলে বিমানবন্দরের মুখপাত্র বলেন, ‘তিনটি ফ্লাইটকে অবতরণ করার অনুমতি দেওয়া হয়নি।’ ওই মুখপাত্রের এক অ্যাকাউন্টে এক পোস্টে জানান, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা রয়েছে।