পুতিনের বিষয়ে বাইডেনের বক্তব্য ‘অগ্রহণযোগ্য’ : ক্রেমলিন
সম্প্রতি রাশিয়াকে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অত্যাচারী বলে আখ্যা দিয়েছেন তিনি। তবে, বাইডেনের এই বক্তব্যে বেশ খেপেছে মস্কো। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের নিন্দা জানিয়েছে তারা। খবর এএফপির।
আজ শুক্রবার (২০ অক্টোবর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘রুশ ফেডারেশন ও প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন সুরে কথা বলাদের সঙ্গে আমরা সম্পর্ক করি না।’
গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয়ে জো বাইডেন বলেন, ‘ইসরায়েল ও ইউক্রেনের পাশে যুক্তরাষ্ট্র রয়েছে। হামাস ও রাশিয়া প্রতিবেশীদের গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করার চেষ্টা চালাচ্ছে।’ মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমরা হামাসের মতো সন্ত্রাসী এবং পুতিনের মতো অত্যাচারীদের জয়ী হতে দিতে পারি না এবং দেব না। আমি তা হতে দিতে রাজি নই।’
বাইডেনের এমন বক্তব্যের জেরে আজ পেসকভ বলেন, ‘বিশ্ব নেতাদের মুখে এই ধরনের বক্তব্য উপযুক্ত নয়। এটি আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না।’