বিভিন্ন দেশের ৩৩০ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন ভিসা বিধিনিষেধ
আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসে যুক্তরাষ্ট্র প্রশাসন মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালার ১০০ কংগ্রেস সদস্যসহ প্রায় ৩০০ নাগরিকের ওপর ভিসা বিধিনিষেধ আরোপ করেছে। গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসন বাধাগ্রস্ত করায় তাদের ওপর এই ভিসা বিধিনিষেধ আপোর করল দেশটি। একই দিনে বিশ্বের বিভিন্ন দেশের আরও ৩০ ব্যক্তির ওপর ভিসা বিধিনিষেধ দিয়েছে মার্কিন প্রশাসন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দুটি পৃথক বিবৃতিতে গতকাল সোমবার (১১ ডিসেম্বর) এই বিধিনিষেধ আরোপের তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এদিন একটি প্রেসিডেনশিয়াল ঘোষণায় স্বাক্ষর করেছেন। এতে বিশ্বজুড়ে দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে পররাষ্ট্র দপ্তরের ভিসা বিধিনিষেধ আরোপের এখতিয়ার আরও বেড়েছে।
সোমবার ভিসা বিধিনিষেধ দেওয়া গুয়েতেমালা ৩০০ জনের মধ্যে ১০০ কংগ্রেস সদস্য রয়েছেন। আর অন্য ৩০ জনের মধ্যে আফগানিস্তানের সাবেক স্পিকারসহ দুই সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যরাসহ দেশটির ৪৪টি প্রতিষ্ঠান রয়েছে।
ভিসা বিধিনিষেধের আওতায় আসা গুয়েতেমালার ব্যক্তিদের মধ্যে বেসরকারি খাতের প্রতিনিধি এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছেন। গুয়েতেমালার প্রেসিডেন্ট নির্বাচিত বেরনারডো আরেভালো শুক্রবার তার বিরুদ্ধে প্রসিকিউটরদের আনা আইনি পদক্ষেপের কঠোর সমালোচনা করার পর যুক্তরাষ্ট্র এ ব্যবস্থা নিল। বেরনারডো আরেভালোর নির্বাচনে বিজয় বাতিল চেয়ে ওই আইনি পদক্ষেপ নিয়েছেন প্রসিকিউটররা। তাদের এই পদক্ষেপকে ন্যায়ভ্রষ্ট ও ‘অভ্যুত্থানচেষ্টা’ আখ্যায়িত করেছেন বেরনারডো আরেভালো।