নিকারাগুয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৯
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/24/nikaaraaguyyaa_thaamb.jpg)
নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ার উত্তরে র্যাঞ্চো গ্রান্ডে শহরে শনিবার (২৩ ডিসেম্বর) রাতে একটি সেতুর ওপর যাত্রীবোঝাই বাস উল্টে ১০ শিশুসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। নিকারাগুয়া সরকারের ওয়েবসাইটে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে দুর্ঘটনার এ তথ্য প্রকাশিত হয়েছে। খবর এএফপির।
ওয়েবসাইটটিতে বলা হয়, এ দুর্ঘটনায় আরও ৪০ জন যাত্রী আহত হয়েছে। নিহত শিশুদের বয়স চার থেকে ১৬ বছরের মধ্যে।
নিকারাগুয়ার প্রেসিডেন্ট ডেনিয়েল ওর্তেগার স্ত্রী ও দেশটির ভাইস প্রেসিডেন্ট রোসারিও মুরিলো রাষ্ট্রীয় টেলিভিশনে জানান, দুর্ঘটনার সময় বাসটিতে ৭০ জন যাত্রী ছিল। র্যাঞ্চো গ্রান্ডে এলাকায় একটি সেতু পার হওয়ার সময় যাত্রীবোঝাই বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বেশ দ্রুত গতিতে চলতে থাকা বাসটি উল্টে যায়।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/12/24/nikaaraaguyyaa_inaar.jpg)
সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ পালানোর সময় বাসটির চালককে গ্রেপ্তার করেছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, হলুদ রঙের বাসটি সেতুর লোহার রেলিংয়ে আটকে আছে। বেশকিছু আহত মানুষ রাস্তার পাশে শুয়ে আছেন।
ভাইস প্রেসিডেন্ট মুরিলো আরও জানান, এ পর্যন্ত নয়জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। তিনি বলেন, ‘এই দুঃখজনক ঘটনায় আমার গভীরভাবে শোকাহত।’