গান্ধীনগরে বিজেপিনেতা অমিত শাহের জয়
বিজেপিনেতা অমিত শাহ প্রায় সাড়ে সাত লাখ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। গুজরাটের গান্ধীনগর আসনে তিনি ভোট পেয়েছেন ১০ লাখ ১০ হাজার ৯৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের সোনাল রামানভাই প্যাটেল পেয়েছেন দুই লাখ ৬৬ হাজার ২৫৬ ভোট। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে সাত দফার বিশাল নির্বাচনি যজ্ঞ শুরু হয় গত ১৯ এপ্রিল। টানা দেড় মাস পর গত শনিবার (১ জুন) শেষ হয়।
এদিকে, ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনায় শেষ খবর পাওয়া পর্যন্ত এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এনডিএ) জোট। যদিও একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁকিতে রয়েছে এই জোট। আজ সন্ধ্যা ৬টায় জানানো হয়, ভারতের মোট ৫৪৩ আসনের মধ্যে এনডিএ (বিজেপি) ২৯৪, ইন্ডিয়া (কংগ্রেস) ২৩১ এবং অন্যান্য দল ১৯ আসনে এগিয়ে আছে।