ইরানে প্রেসিডেন্ট নির্বাচন : বাড়ল ভোট গ্রহণের সময়
প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ইরানে চলছে ভোট গ্রহণ। আজ শুক্রবার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ৮টা থেকে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণের কথা থাকলেও তা বাড়ানো হয়েছে। মধ্যরাত পর্যন্ত কয়েক দফায় সময় বাড়ানো সম্ভাবনার কথা আগেই বলা হয়েছিল। খবর আলজাজিরার।
ইরানের নিয়ম অনুযায়ী, এক প্রেসিডেন্টের চার বছরের মেয়াদ শেষে ভোট অনুষ্ঠিত হয়। সে হিসাবে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল। কিন্তু ইব্রাহিম রাইসি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত হলে গত ১৯ মে থেকে ইরানের প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে পড়ে।
প্রেসিডেন্ট পদ শূন্য হলে ইরানের সংবিধান অনুযায়ী, ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে। সেজন্য আগাম নির্বাচন শুরু হয়, যেখানে চার প্রার্থীর মধ্যে লড়াই চলছে। যদিও নির্বাচনে ছয়জনকে প্রার্থী হওয়ার অনুমতি দিয়েছিল ইরান কর্তৃপক্ষ। পরে দুজন প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
ভোট গ্রহণের মধ্যে আজ দেশটির নির্বাচন কমিশন স্থানীয় সময় রাত ৮টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে বলে জানায়। সে হিসাবে আরও দুই ঘণ্টা ভোট গ্রহণের সময় বাড়ল।

এনটিভি অনলাইন ডেস্ক