দেশকে পেছনের দিকে নিতে চান ট্রাম্প : কমলা হ্যারিস
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে এই প্রথম পুরোদস্তুর সভা করেছেন ডেমোক্রেট নেতা কমলা হ্যারিস। রিপাবলিকান নেতার বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে তিনি বলেন, ‘ট্রাম্প দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চান।’
উইসকনসিনের মিলওয়াকির ওয়েস্ট অ্যালিস সেন্ট্রাল হাই স্কুলে গতকাল মঙ্গলবার (২৩ জুলাই) সভা করেছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বিশেষজ্ঞদের বক্তব্য, অলিখিতভাবে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থীর জায়গাটি পাকা করে নিয়েছেন হ্যারিস। মার্কিন পার্লামেন্টের হাউস অব কমনস এবং সেনেটের ডেমোক্র্যাটদের সমর্থন ইতিমধ্যেই পেয়ে গেছেন তিনি। ফলে আগামী অগাস্টে ডেমোক্র্যাটদের কনভেনশনে তার নাম মনোনয়ন এখন কেবল আনুষ্ঠানিকতার অপেক্ষায়।
সভায় কমলা হ্যারিস বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প দেশকে পেছনের দিকে এগিয়ে নিতে চান। ভয় ও বিদ্বেষের রাজনীতি করেন তিনি। আমরা কি আইনের শাসন চাই না? স্বাধীনতার মধ্যে বাঁচতে চাই না?’
হ্যারিস বলেন, ‘যারা নারী নির্যাতন করেন, নারীদের সম্মান রাখতে জানেন না, যারা সাধারণ মানুষের টাকা নয়-ছয় করেন, নিজেদের সুবিধার জন্য যারা মানুষের সঙ্গে বেইমানি করেন, তেমন মানুষদের আমি চিনি। ডনাল্ড ট্রাম্পের ধরন আমি জানি।’