জান্তা প্রধানকে গ্রেপ্তারের খবর অস্বীকার করল মিয়ানমার সেনাবাহিনী
নতুন অভ্যুত্থানে শীর্ষ জেনারেলদের হাতে মিয়ানমারের জান্তা সরকারপ্রধান মিন অং হ্লাইং আটক রয়েছেন–এমন গুজবকে বিশ্বাসঘাতকদের নিছক প্রচারণা হিসেবে উল্লেখ করেছে দেশটির সামরিক বাহিনী। চীনের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফরকে সামনে রেখে আজ বুধবার (১৪ আগস্ট) এই তথ্য প্রকাশ করেছে মিয়ানমার সামরিক বাহিনী। খবর এএফপির।
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা জান্তা সরকারকে হটিয়ে দিতে বিরোধী পক্ষ ও জাতিগত সংখ্যালঘুদের সশস্ত্র সংগঠনগুলোর প্রতিরোধের মুখে সরকারি সৈন্যরা একের পর এলাকা ছাড়া হওয়ায় মিন অং হ্লাইংয়ের বেশ সমালোচনা হচ্ছিল।
গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্টে দাবি করা হয়, দেশে পরিবর্তন আনার লক্ষ্যে জান্তা সরকারের শীর্ষ পর্যায়ে সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলদের হাতে রাজধানী নাইপেডুতে বন্দি হয়েছেন মিন অং হ্লাইং।
এরপর আজ এক বিবৃতিতে বলা হয়, দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার জন্য এসব মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। এতে সামাজিকমাধ্যমে যারা খবরটি শেয়ার করেছে, তাদেরকে বিশ্বাসঘাতক হিসেবে উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, ‘রাষ্ট্রপ্রধান ও কর্তৃপক্ষ একত্রে তাদের জাতীয় দায়িত্ব পালন করে চলেছেন।’
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ বুধবার আলোচনার জন্য মিয়ানমারে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এই সফর অনুষ্ঠিত হবে।
জান্তা সরকারের সবচেয়ে বড় মিত্র ও অস্ত্র সরবরাহকারী দেশ চীন, তবে সম্প্রতি দেশটি তার সীমান্ত সংলগ্ন এলাকায় জাতিগত ক্ষুদ্র সশস্ত্র গোষ্ঠীর সঙ্গেও সম্পর্ক বজায় রেখে আসছে।
সাম্প্রতিক সংঘাতে সশস্ত্র গোষ্ঠীগুলো সামরিক বাহিনীর কাছ থেকে বেশকিছু এলাকার দখল করে নেওয়ায় সমালোচনা হচ্ছিল জান্তা সরকারের। মিন অং হ্লাইং অভিযোগ করেছিলেন, সশস্ত্র গোষ্ঠীগুলো বিদেশি উৎস থেকে বিভিন্ন অস্ত্র পাচ্ছে। এর মধ্যে রয়েছে ড্রোনসহ স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রও।